রাকেশ বলেন, ‘দুঃখিত বন্ধুরা আমি গতকাল একটা ছবি পোস্ট করেছিলাম, তবে আমার ঠিক কী হয়েছে তা জানাতে পারিনি, কারণ ভীষণই অসুস্থ ছিলাম। আমি দুবাইতে শ্যুটিং করছিলাম। এখানকার প্রচণ্ড গরমে আমার হিট স্ট্রোক হয়ে গিয়েছে। আমি UAE-র একটি প্রোজেক্টের শ্যুটিং করছিলাম, তখনই এই ঘটনা ঘটে।'
রাকেশ বাপাট
'হিটস্ট্রোক'-এ আক্রান্ত 'তুম বিন' অভিনেতা রাকেশ বাপাট। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে তিনি হাসপাতালের ICU-রয়েছেন বলে খবর। মঙ্গলবারই রাকেশ বাপাট ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে নিজের অসুস্থতার খবর শেয়ার করেন।
মঙ্গলবার রাকেশ বাপাটের সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করা হয় তাতে তাঁর হাতের একটি ছবি ছিল। যেখানে দেখা যায়, অভিনেতাকে চ্যানেলের মাধ্যমে IV ফ্লুয়িড দেওয়া হচ্ছে। তবে তাঁর ঠিক কী হয়েছে তিনি তখনও তা জানান নি। পরে রাকেশ ইনস্টাস্টোরিতে একটি ভিডিয়ো পোস্টের মাধ্যমে প্রার্থনার জন্য অনুরাগীদের সকলকে ধন্যবাদ জানান।
বুধবার একটি ভিডিয়ো পোস্ত করে রাকেশ বলেন, ‘দুঃখিত বন্ধুরা আমি গতকাল একটা ছবি পোস্ট করেছিলাম, তবে আমার ঠিক কী হয়েছে তা জানাতে পারিনি, কারণ ভীষণই অসুস্থ ছিলাম। আমি দুবাইতে শ্যুটিং করছিলাম। এখানকার প্রচণ্ড গরমে আমার হিট স্ট্রোক হয়ে গিয়েছে। আমি UAE-র একটি প্রোজেক্টের শ্যুটিং করছিলাম, তখনই এই ঘটনা ঘটে। আমাকে এখানকার একটি হাসপাতালের ICU-তে রাখা হয়েছে। তবে আশা রাখছি, দ্রুত সুস্থ হয়ে উঠে কাজে ফিরতে পারব, তারপর দেশেও ফিরব। আমার জন্য প্রার্থনা করবেন।’ প্রসঙ্গত, গত কয়েকদিন দুবাইয়ের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে বলে জানা যাচ্ছে।