১৯৯৯ সালের ১৭ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছিলেন মাধুরী দীক্ষিত এবং ডক্টর শ্রীরাম নেনে। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হঠাৎ করেই বিয়ে করে বিদেশে পাড়ি দেন মাধুরী। অভিনেত্রীর এই বিয়ে করার সিদ্ধান্ত শুনে সেই সময় রীতিমতো হতবাক হয়ে গিয়েছিল বহু মানুষ। গতবছর ২৫ বছর বিবাহ বার্ষিকী পালন করেন এই দম্পতি।
ডক্টর নেনে একজন বিখ্যাত ডাক্তার হওয়ার সত্ত্বেও তাঁর জীবন চিরকালই ছিল সাদামাটা। মাধুরীকে বিয়ে করার পর জীবনে কী কী পরিবর্তন এসেছিল, এটাই সম্প্রতি জানিয়েছেন নেনে। মাধুরীর মতো ফেমাস বলি তারকাকে বিয়ে করার অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
গত জানুয়ারি মাসে INK - এর প্রতিষ্ঠাতা এবং সিইও লক্ষ্মী প্রতুরি আয়োজিত প্যানেল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর নেনে মজার সুরে বলেন,' আমি রাজা আর্থারের দরবারের ইয়াঙ্কি বা বলা ভালো একজন আকস্মিক পর্যটক। আমার স্ত্রী একজন বিখ্যাত তারকা, আমি সামান্য মাত্র।'
নেনে আরও বলেন, ‘UCLA তে একজন কার্ডিয়াক সার্জেন্ট হওয়ার দরুন বহু সেলিব্রিটিদের চিকিৎসা করেছি আমি। বিয়ের আগে বা পরে, বহু সেলিব্রিটিরা আমার কাছে এসেছেন চিকিৎসার জন্য। কিন্তু এখন বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাকে। এখন আমি নিজেই সেলিব্রেটি। সবাই দেখলেই সেলফি তুলতে চান। অভ্যাস না থাকার কারণে মাঝে মাঝে আমার কাছে এই ব্যাপারটি চ্যালেঞ্জিং হয়ে ওঠে।’
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
মাধুরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে নেনে বলেন, ‘মাধুরী একজন সেলিব্রিটি হলেও ভীষণ নম্র ভদ্র মানুষ। খ্যাতি অর্জন করার জন্য কোনও কিছু করেন না কখনও। তারকা সুলভ কোনও আচরণ করতে দেখি না আমি। বাড়িতে তো বটেই, বাইরেও ও ভীষণ সাধারণভাবেই থাকতে পছন্দ করে।’
প্রসঙ্গত, বিয়ের পর বিদেশে পাড়ি দিয়েছিলেন মাধুরী। দুই ছেলেকে বড় করার পর আবার বলিউডে কাজ শুরু করেছেন তিনি। সর্বশেষ ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাতে অসাধারণ অভিনয় করেছেন মাধুরী।