আরজি কর কাণ্ডের পর ‘রেপ-টেপ সব জায়গাতেই হয়ে থাকে…’, এমন মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। আর সেই বিতর্কের জেরে লন্ডনে বাতিল হয়েছিল সৌরভপত্নী, নৃত্যশিল্পী ডোনার একটি শো। তবে এই ঘটনার পর ডোনা জানিয়েছিলেন, একটি অনুষ্ঠান বাতিল হলেও সব হয়নি। আর এবার পুজোয় লন্ডনেরই এক অনুষ্ঠানের জন্য নাচের মহড়ায় দেখা গেল ডোনাকে।
ডোনার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, লন্ডনের ক্যামডিয়ান পুজোয় অনুষ্ঠান করতে চলেছেন তিনি। আর সেই কারণেই মহড়া দিতে দেখা গেল ডোনাকে। একটা গানের দলের সঙ্গে সংস্কৃত শ্লোকে নৃত্য অনুশীলন করতে দেখা যাচ্ছে ডোনা গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে দেখা গেল তবলা বাদক ও কী বোর্ড বাদককেও। ভিডিয়োটি পোস্ট করে ডোনা নিজেই ক্যাপশানে লিখেছেন, ‘Rehearsal for Camdian Pujo London’ অর্থাৎ লন্ডনে ক্যামডিয়ান পুজোর অনুষ্ঠানের জন্য মহড়া চলছে।
আরও পড়ুন-প্রেমিকা নয়, হবু শাশুড়ি মা-কে I Love You বলে গান গাইলেন দেব! লজ্জায় লাল রুক্মিণী