চুটিয়ে প্রেম করছেন ছোট পর্দার ‘রানি মা’, দিতিপ্রিয়া রায়। এই খবর অবশ্য অনেক দিন আগেই প্রকাশ্যে এসেছে। প্রেমিকের সঙ্গে প্রথম পুজো কীভাবে কাটাবেন সেই পরিকল্পনাও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তবে প্রেমিকের নাম এখনও নিজে থেকে প্রকাশ্যে আনেননি তিনি। কিন্তু বিয়ে নিয়ে নায়িকার কী পরিকল্পনা? এবার এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে মুখ খুললেন দিতিপ্রিয়া।
এ বছর ২৩ বছর বয়স হবে দিতিপ্রিয়ার। ইতিমধ্যেই জানা গিয়েছে তিনি বেশ জমিয়ে প্রেম করছেন। কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা? সময় অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আর একটু ভালো করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আমার প্রেমিককেও তাঁর পায়ের তলার মাটি আরও শক্ত করতে হবে।’
আরও পড়ুন: 'স্বজনপ্রীতি বন্ধ করুন', বলিউডের নেপোটিজম নিয়ে সরব গোবিন্দা-পত্নী সুনীতা!
কিন্তু প্রেমে পড়ে তাঁর জীবনে বেশ কিছুটা বদল এসেছে। কিন্তু এত মাধ্যমে সমান তালে কাজ করার পর, কীভাবে ম্যানেজ করছেন লাভ-লাইফ? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নায়িকা বলেন, ‘এই পর্বটা খুবই ভালো সময় আমার জীবনের। ব্যালেন্স করে পড়াশোনাটাও চালাচ্ছি। এই প্রেমে কোনও ডিসট্র্যাকশন নেই। আমার মনে হয়, কোনও ভালো জিনিস মন দিয়ে করলে, মন অন্যদিকে চলে যায় না। ছোটবেলায় শুনতাম, ‘শুটিং করছিস, লেখাপড়া হবে না।’ এ সব শুনতে শুনতেই মাস্টার্সের ফাইনাল ইয়ারে চলে এলাম। ডিসট্র্যাকশন তো হল না। ফলে প্রেমের ক্ষেত্রেও মনযোগ হারাচ্ছে না।’
পাশাপাশি অভিনেত্রী তাঁর প্রেমিকের ব্যাপারেও নানা কথা ভাগ করে নেন। তিনি বলেন, ‘তিনি তাঁর মতো। আমার তাঁকে সে ভাবেই ভালো লাগে। আসলে গোটা মানুষটাকেই ভালো লাগে। খুবই ভালো মানুষ ও।’
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা আডবানি? মুম্বইয়ে 'গেম চেঞ্জার'-এর ইভেন্টে দেখা মিলল না নায়িকার
প্রসঙ্গত, অনেক ছোট বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন দিতিপ্রিয়া। শিশুশিল্পী হিসাবে বহু দিন কাজ করেন তিনি। তারপর জি বাংলার পর্দায় 'রানী রাসমণি' হয়ে ধরা দেন নায়িকা। এর পর আর তাঁকে পিছনে ঘুরে তাকাতে হয়নি। ‘আয় খুকু আয়’, ‘অথৈ’ -সহ একাধিক ছবি, ‘রাজনীতি’, ‘রুদ্রবীনার অভিশাপ’-এর মতো একাধিক সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। সম্প্রতি জানা গিয়েছে তিনি আবার ফিরছেন ছোট পর্দায়। জি বাংলার মেগা ‘তোমাকে ভালোবেসে’-র হাত ধরে ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া। প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ধারাবাহিকের প্রোমোও।