রানি রাসমণি ধারাবাহিকটি তাঁকে পরিচিতি এনে দিয়েছিল। পৌঁছে দিয়েছিল খ্যাতির শীর্ষে। বাঙালির ঘরে ঘরে তিনি হয়ে উঠেছিলেন রানি মা।তাঁর কথা বলার ধরন, সংলাপ দারুণ জনপ্রিয় হয়। সেই সিরিয়াল শেষ হওয়ার পর দিতিপ্রিয়া রায় মূলত সিনেমা এবং সিরিজেই মন দিয়েছিলেন। তবে এবার আবার ছোট পর্দায় ফিরছেন তিনি। প্রকাশ্যে এল তাঁর নতুন ধারাবাহিকের প্রোমো।
আরও পড়ুন: 'আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না', ফের চাঁচাছোলা দেব! নাম না করে কী বললেন রাজকে নিয়ে?
আরও পড়ুন: হ্যাকারদের জারিজুরি? উধাও উষসীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ অভিনেত্রী
দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিক
জি বাংলার তরফে এদিন প্রকাশ্যে আনা হল দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে। এদিন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে দিতিপ্রিয়া রায় তাঁর বন্ধুদের সঙ্গে গ্রামে সাইকেল চালাচ্ছেন। থুড়ি একটি হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিতে চাইছেন। আর বলছেন, 'হওয়ার থেকেও জোরে ছুটতে আমার দারুণ লাগে।' তাঁর চরিত্রের বন্ধু যখন তাঁকে বলে যে মাটিতে থেকে কখনও হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায়? জবাবে অভিনেত্রী বলেন, সেই জন্য পা মাটিতে থাকা উচিত। তাহলে যখন ইচ্ছে ছোটা যায়, আবার দরকার থামাও যায়। এমন সময় সেখানে থাকা এক বহুরূপী তাঁকে বলেন, যদি এই হেলিকপ্টারে করেই যদি তাঁর মনের মানুষ আসে তাহলে তাকে কী করে নামাবেন? যদিও এর জবাব দিতে পারেন না দিতিপ্রিয়া।
এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার নায়ক কে হবে সেটাও এই প্রথম প্রোমোতে প্রকাশ্যে আনা হয়নি। জানা গিয়েছে জি বাংলার এই আসন্ন ধারাবাহিকের নাম তোমাকে ভালোবেসে। কবে থেকে শুরু হবে এই মেগা সেটাও এখনও ঘোষণা করা হয়নি। তবে ধারাবাহিকের প্রচারে লেখা হয়, 'ভালোবাসা সত্যি হলে, মাটিতেও আকাশ নেমে আসে।'
আরও পড়ুন: রণবীর-দীপিকা থেকে বিরাট-অনুষ্কা, কোয়েল-রানে: ২০২৪ এ বাবা-মা হলেন কোন কোন বলি-টলি তারকারা?
কে কী বলছেন?
এক ব্যক্তি এই প্রোমো দেখে লেখেন, 'ভালো কাউকে নায়ক নেবেন যেন মানায়।' আরেকজন লেখেন, 'রককে করো রঘুবীর, ঘুরে ফিরে সেই একই কাহিনি দেখাবে না তো?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'নিম ফুলের মধুকে প্লিজ শেষ করবেন না দয়া করে।'