বাংলা নিউজ > বায়োস্কোপ > Disha Patani's Sister: বিকিনিতে Hot দিশা, মাধুরীর গানে নেচে ভাইরাল দিদি খুশবু, কেন ছাড়লেন সেনার চাকরি প্রশ্ন নেটপাড়ার?
দিশা পাটানি, বলিউডের এই নায়িকার সঙ্গে নিশ্চয় নতুন করে আলাপ করানোর কিছুই নেই। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে দিশার দিদি খুশবু পাটানিও আজকাল বেশ চর্চায় থাকেন। খুশবু, যিনি কিনা প্রাক্তন ভারতীয় সেনা অফিসার ছিলেন। বর্তমানে সোশ্যল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। কখনও বক্সিং-এর ভিডিয়ো, কখনও শরীরচর্চা কখনও আবার নাচ, সহ নানান ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় খুশবুকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুশবু পাটানির একটা ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। যেখানে মাধুরী দীক্ষিতের 'আজা নাচলে' গানে তাঁরই স্টাইল নকল করে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি নিজের বাড়িতেই শ্যুট করেছেন খুশবু। তাঁর পিছনে মাধুরীর নাচের ভিডিয়োটি টেলিভিশনের পর্দায় চলতে দেখা যাচ্ছে। খুশবু লিখেছেন, তাঁর মা-ই ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন।