পরিচালক গৌতম হালদারের হাত ধরেই বড় পর্দায় পা রেখেছিলেন বিদ্যা বালান। গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা। এছাড়াও ‘ভালো থেকো’ ছবিতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো অভিনেতারাও। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘ভালো থেকো’।
পরিচালক গৌতম হালদার প্রয়াত
প্রয়াত পরিচালক, নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরিচালকের পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার হঠাৎই তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাস্তাতেই মৃত্যু হয় পরিচালকের।
পরিচালক গৌতম হালদারের হাত ধরেই বড় পর্দায় পা রেখেছিলেন বিদ্যা বালান। গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা। এছাড়াও ‘ভালো থেকো’ ছবিতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো অভিনেতারাও। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘ভালো থেকো’। ছবিটি সেরা সিনেমাটোগ্রাফি ও অডিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিল। পরে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল গৌতম হালদার পরিচালিত ছবি নির্বাণ, যেখানে মুখ্য় ভূমিকায় ছিলেন রাখী গুলজার।