গত সোমবার অর্থাৎ ২৮ জুলাই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। এই খবরটি সবার আগে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন দীপঙ্কর। ফেসবুকে তিনি একটি পোস্ট করে লেখেন ‘মা’, যা দেখে আর বুঝতে বাকি ছিল না যে অহনা এবং দীপঙ্করের ঘরে এসেছে কন্যা সন্তান।
দীপঙ্কর পোস্ট করার পরেই সদ্যজাত কন্যাকে দেখান অহনা। মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আশীর্বাদ করবেন সবাই।’ এরপরই সোমবার রাতে একটি ভিডিয়ো শেয়ার করে সকলকে জানান তিনি এবং তাঁর সন্তান দুজনেই ভালো আছে। এবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেই ভিডিয়ো করে অহনা দেখান তাঁর মেয়ের জন্য ঠিক কী কী কিনে এনেছেন দীপঙ্কর?
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
ভিডিয়োয় অহনা বলেন, ‘আমরা বাড়ি ফিরে এসেছি। মেয়ের জন্য একটা আলাদা বিছানা তৈরি করিয়েছি। এই যে মেয়ে ঘুমোচ্ছে। আজকে আপনাদের দেখাব দীপঙ্কর মেয়ের জন্য কী কী কিনে এনেছে।’ এরপরেই দীপঙ্করের দিকে ক্যামেরা ঘোরান অহনা।
দীপঙ্করের দিকে ক্যামেরা তাক করতেই ব্যাগ থেকে একে একে জিনিস বের করতে থাকেন দীপঙ্কর। প্রথমেই তিনি বের করে আনেন একটি বাটি এবং চামচের সেট। যদিও মেয়ের জন্য আলাদা সিলিকনের চামচও কিনে এনেছেন তিনি। এরপরই দীপঙ্কর দেখান মেয়ের জন্য তিনি কিনেছেন তিনটি জামার সেট, তোয়ালে, চাদর, বোতল পরিষ্কার করার ব্রাশ, কটন ন্যাপকিন, জামা ও বাটি পরিষ্কার করার লিকুইড ওয়াশ।
ভিডিয়োর শেষে অহনা বলেন, ‘আপাতত এইটুকুই কেনা হয়েছে। আরও অনেক কিছু কেনা বাকি। আমরা ধীরে ধীরে শিখছি, সবাই তো একদিনে শিখে যায় না, আমরাও পারব না। সবকিছু ধীরে ধীরে শিখে যাব।’
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
প্রসঙ্গত, দীপঙ্করের সঙ্গে অহনার বিয়ে কোনওভাবেই মেনে নিতে পারেননি অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। মেয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখেননি তিনি। তবে সংবাদমাধ্যমের কাছে নাতনি হওয়ার খবর শুনে তিনি শুধু এইটুকুই বলেন, সব শিশুই ভালো। সবাই যেন সুস্থ থাকে। তবে নাতনিকে দেখার ইচ্ছা প্রকাশ করেননি তিনি।