নাম দিলজিৎ দোসাঞ্জ, অভিনেতা-গায়ক হিসাবে এই নামটির খ্যাতি এখন বিশ্বজোড়া। বিশেষত গায়ক হিসাবে আমেরিকা থেকে কানাডা এমনকি UK-তেও ছড়িয়ে পড়েছে দিলজিৎ দোসাঞ্জের পসার। এই মুহূর্তে দিল-লুমিনাতি ট্যুরে UK-র বিভিন্ন জায়গায় কনসার্ট করে বেড়াচ্ছেন দিলজিৎ। ২৮ সেপ্টেম্বর, শনিবার ম্যানচেস্টারে ছিল দিলজিতের কনসার্ট। আর সেই কনসার্ট চলাকালীনই এক মহিলাকে জড়িয়ে ধরতে দেখা যায় দিলজিৎকে। চোখে জল এসে যায় তাঁর।
কিন্তু কে এই মহিলা?
ইন আর কেউ নন, দিলজিৎ দোসাঞ্জের মা। এদিন সেই আবেগঘন মুহূর্তে শুধু মাকে জড়িয়ে ধরা-ই নয়, তাঁকে প্রণাম করতেও দেখা যায় দিলজিতকে। আবেগঘন সেই মুহূর্তে ছেলের জন্য চোখে জল এসে যায় দিলজিতের মায়ের। গায়ক বলেন, ‘বাই দ্য ওয়ে, ইনি আমার মা।’ এরপর মাকে জড়িয়ে ধরে চোখে জল এসে যায় দিলজিতেরও। এরপর দিলজিৎ আর এক মহিলাকে প্রমাণ করে তাঁর সঙ্গে হাত মেলান। কিন্তু ইনি আবার কে? তাঁর সঙ্গেও দর্শক-শ্রোতাদের আলাপ করিয়ে দেন দিলজিৎ। তিনি বলেন,'ইনি হলেন আমার বড় দিদি। আমার পরিবার আজ এখানে উপস্থিত।'
দিলজিৎ দোসাঞ্জের ম্যানচেস্টারের সেই কনসার্টে আবেগঘন মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়…
আরও পড়ুন-'আমি দিলজিৎ-এর স্ত্রী সন্দীপ কৌর নই', মুখ খুললেন রহস্যময়ী, তবে কে এই মহিলা?