সম্প্রতি দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন টুম্পা ঘোষ। তাঁকে এর আগে বিধির বিধান, রাগে অনুরাগে, রাঙিয়ে দিয়ে যাও, ইত্যাদির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে। সেখানে এসেই নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে একাধিক কথা জানালেন। বললেন লাভ ম্যারেজের বদলে কেন তিনি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান।
দিদি নম্বর ওয়ানে টুম্পা ঘোষ
দিদি নম্বর ওয়ানে এসে টুম্পা জানান তাঁর মা বা বাবা সবসময় তাঁর কাছে থাকেন। অভিনেত্রীর কথায়, 'আমি একেবারেই একা থাকতে পারি না। মা না থাকলে আমাকেও ঘরের সব কাজ করতে হয়। সকালে বেরোনোর আগে সব করে রেখে যাই। এসেও খাওয়া দাওয়া সারার পর সব কাজ নিজে হাতে করে তারপর ১-২ নাগাদ ঘুমোই।' তিনি এদিন জানান নাচের প্র্যাকটিস এখনও বহাল রেখেছেন তিনি। সঙ্গে বাদ যায় না আঁকা, পেপার কাটিং, ইত্যাদি। এরপরই রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে মজা শুরু করেন।
আরও পড়ুন: অনুরাগের মুখে অ্যানিম্যাল পরিচালকের স্তুতি শুনে ক্ষুব্ধ তাঁরই ঘনিষ্ঠরা! কী বলছেন বরুণ গ্রোভার-নীরজ ঘেওয়ান?
আরও পড়ুন: 'আমি তো তোমাকেই...' নূপুরের বাহুডোরে ইরা, রিসেপশনের পরই স্ত্রীর জন্য কী লিখলেন আমিরের জামাই?
সঞ্চালিকা এদিন তাঁকে মশকরা করে জিজ্ঞেস করেন, 'মা বাবা না থাকলে কে আসে বাড়িতে? তার জন্য কী বানাও?' উত্তরে টুম্পা জানান, 'আমি একেবারেই সিঙ্গল। আমি চাই আমার বিয়েটা আমার মা বাবাই দেখে দিক। ওরা সব দেখে শুনে দিলে ঠিক হবে। এ বিষয়ে নিজেকে বিশ্বাস হয় না। মনে হয় যদি ভুল হয়ে যায়।'
প্রসঙ্গত এদিন টুম্পার সঙ্গে দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন মিলি ধারাবাহিকের তিতলি ওরফে শ্রীতমা বৈদ্য, কার কাছে কই মনের কথা ধারাবাহিকের প্রিয়া ওরফে বর্ণিনী চক্রবর্তী, প্রমুখ।
আরও পড়ুন: অমিতাভের হাতে সদ্যই অস্ত্রোপচার হয়েছে! সত্য প্রকাশ্যে এনে কী জানালেন অক্ষয় কুমারকে?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। এটি প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। রবিবার রাত আটটা থেকে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো।