বর্তমানে ফুলকি ধারাবাহিকটি জি বাংলার অন্যতম হিট মেগা। এখানেই ধানুর চরিত্রে দেখা যাচ্ছে পিয়ালি শাসমলকে। তিনি এদিন দিদি নম্বর ওয়ানে তাঁর এক বন্ধুকে নিয়ে খেলতে আসছেন। সেখানেই সবার সামনে অভিনেত্রীর হাটে হাঁড়ি ভাঙলেন তাঁরই বন্ধু।
দিদি নম্বর ওয়ানে ফুলকির ধানু
এদিন পিয়ালি শাসমল ওরফে ফুলকি ধারাবাহিকের ধানু তাঁর বন্ধু রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলতে আসবেন। সম্প্রতি জি বাংলার তরফে সেই প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই রাহুলকে বন্ধু পিয়ালির উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'ও যে চরিত্র করে সেটার মতোই হয়ে যায়।' এরপরই তিনি আশঙ্কা প্রকাশ করেন বন্ধুকে নিয়ে। উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, 'ও যদি কখনও খুনির চরিত্রে অভিনয় করে তাহলে ভাবছি কী হবে!' এটা শুনে হেসে গড়িয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায় সহ সকলেই। বাদ যাননি খোদ পিয়ালিও।
আরও পড়ুন: 'ওকে একদম ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে ছিল' দাদাগিরিতে রূপাঞ্জনার তারিফ দেবলীনার, কী বললেন সৌরভ?
আরও পড়ুন: বর্তমানে চুটিয়ে প্রেম করছেন ‘মিলি’র নায়ক! তবুও দিদি নম্বর ওয়ানে অনুভবের মা কেন বললেন 'এটাও টিকবে না'?
ফুলকি ধারাবাহিকের বিষয়ে
ফুলকি ধারাবাহিক জি বাংলার পর্দায় প্রতিদিন সাড়ে সাতটা নাগাদ দেখা যায়। বর্তমানে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে রোহিত এবং ফুলকি দুজনেই সম্প্রতি যে বিপদে পড়েছিল ভাঙা একটি বাড়িতে আটকা পড়ে সেখান থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ফুলকি সুস্থ হয়ে উঠলেও রোহিতের এখনও চিকিৎসা চলছে। নিজেই নিজের স্যার তথা বরের সেবা করছে নায়িকা।
আরও পড়ুন: জেব্রা-জিরাফদের মাঝে দেবিনা এবং তাঁর দুই মেয়ে! কলকাতা এসেই চিড়িয়াখানায় বলি অভিনেত্রী
আরও পড়ুন: 'একটিতে সাবধানী আমি, আরেকটিতে উচ্ছ্বসিত', উত্তমের পাশে ফাঁকা সুচিত্রার আসন, স্মৃতি হাতড়ে কী লিখলেন জিনাত?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।