'দিদি নম্বর ওয়ান'-এর দৌলতে নিত্যদিনই আলোচনায় থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়। আম-আদমি ছাড়াও মাঝেমধ্যেই রচনার 'দিদি নম্বর ওয়ান'-এর প্রতিযোগী হয়ে আসেন টেলিপর্দা ও বড়পর্দার তারকারাও। সম্প্রতি সেখানে এসেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মানসী সিনহা। সে তো না হয় হল, কিন্তু রচনাকে এ কী প্রশ্ন করে বসলেন মানসী!
মানসী, রচনাকে বলেন, ‘আমার একটা প্রশ্ন আছে, তুই তোর ছেলের বিয়ে কবে দিবি?’ প্রশ্ন শুনে চমকে যান রচনা। হকচকিয়ে গিয়ে রচনা বলেন, ‘বয়স এখনও হয়নি!’ আর এরপরই মানসী বলেন, ‘আমি এটা চাই, যে তুই ছেলের বিয়ে দিবি, শাশুড়ি হবে, তাহলে যদি তোর একটু বয়স বাড়ে।’ এমনকথায় না হেসে পারেননি রচনা।
মানসী সিনহা আরও বলেন, ‘আমি তোর দিদি ছিলাম, মা, মাসি হয়ে গিয়েছি। এরপর তো ঠাকুমা, দিদিমা হয়ে যাব, কিন্তু তোর তো বয়স বাড়ছে না। তুই শাশুড়ি হলে যদি একটু বয়স বাড়ে। ছেলেকে বল, বাবা, তুই বড় হয়ে তাড়াতাড়ি বিয়ে কর, জনগনের এটাই দাবি।’
আরও পড়়ুন-ইঞ্জিনিয়ারিং ছেড়ে হঠাৎই অভিনয়ে, 'মেয়েবেলা'র মৌ এবার প্রসেনজিতের 'আলো', স্বীকৃতি বলছেন...