বেশকিছুদিন ধরেই চর্চায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। ছবিতে বিনোদিনী হয়ে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এখবর তো পুরনো। তবে ১৪ মার্চ দোলের শুভ দিনে সামনে এল ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতাদের নাম। আর এখানে আসল চমকটা হলেন 'অনুরাগের ছোঁয়া' খ্যাত অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।
ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। বলাই বাহুল্য 'অনুরাগের ছোঁয়া'র সাফল্যের পর দিব্যজ্যোতির কাছে নিজেকে প্রমাণ করার এটা একটা দরুণ সুযোগ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় টিভি৯ বাংলাকে জানান, এই ছবিটি মূলত শ্রীচৈতন্য দেবের বায়োপিক। ষোড়শ শতক, ঊনবিংশ শতক এবং একবিংশ শতক, এই তিনটি যুগের গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন ছবিতে তুলে ধরা হবে।
আরও পড়ুন-মজা করে বলেন ‘আমার ন্যাড়া ধরে গেছে গো…’, ন্যাড়াপোড়ায় সামিল সায়ন্তিকা, কী করলেন?
আরও পড়ুন-মেঠো পথ, চাষজমির উপর ছোট্ট বাড়ি, সারেগামাপা-শেষে গ্রামের বাড়িতে কীভাবে কাটছে ছোট্ট অনীকের?
আরও পড়ুন-স্নান করতে ভালোবাসেন না, ১২ দিন গায়ে জল না ঢেলে দিব্যি ছিলেন! আমির সম্পর্কে এমনই কিছু তথ্য জানলে চমকে যাবেন…
আরও পড়ুন-নেকলেস থেকে খসে পড়ল হীরে, হুঁশ নেই কিমের! তবে নাক থেকে ঝুপ করে পান্নার নথ খুলে পড়তেই…, কী করলেন নীতা?