কিছুদিন আগেই মেয়ের মৃত্যু ঘটেছে। ক্যানসার আর জীবনের যুদ্ধে ক্যানসার জয়ী হয়। ২০ বছর বয়সেই চলে যান ভূষণ কুমারের ভাইঝি তিশা কুমার। এদিন তাঁর শেষকৃত্যে পৌঁছলেন বাড়ির সবাই।
আরও পড়ুন: 'ওর মনে হয়েছিল একসঙ্গে থাকা যাবে না...' অর্ণবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঈপ্সিতা, কারণ হিসেবে কী জানালেন?
তিশা কুমারের শেষকৃত্য
সোমবার ২২ জুলাই মুম্বইতে সম্পন্ন হল তিশা কুমারের শেষকৃত্য। গত ১৮ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিন তাঁর মরদেহ দেশে নিয়ে আসা হয়। তারপরই শ্মশানে শেষকৃত্যে আসেন তিশার মা তনয়া কুমার, বাবা কৃষাণ কুমার, কাকু ভূষণ কুমার, প্রমুখ।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ২২ বছর পার, এখনও 'স্ট্রাগল' করে যাচ্ছেন নেহা! বললেন, 'দক্ষিণ থেকে ডাক এলেও, বলিউড...'
মেয়ের শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়েন তনয়া। বিধ্বস্থ অবস্থায় দেখা যায় কৃষাণ কুমারকেও। এদিন সবসময় ছায়াসঙ্গী হয়ে ভাইয়ের পাশে পাশে থাকেন প্রযোজক ভূষণ কুমার। তাঁদের একাধিক ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এছাড়াও তিশার শেষকৃত্যে একাধিক বলিউড তারকাকে দেখা গিয়েছে। ২০ বছরের মেয়েটিকে শেষ বিদায় জানাতে এদিন রীতেশ দেশমুখ, ফারাহ খান, প্রমুখ এসেছিলেন।
আরও পড়ুন: তথাগত অতীত, সৌম্যকে মন দিয়েছেন দেবলীনা? জল্পনা উসকে বললেন, 'প্রেমের ক্ষেত্রে আমরা সমমনস্ক...'
প্রসঙ্গত তিশা কুমার তনয়া এবং কৃষাণ কুমারের একমাত্র মেয়ে তিনি ২০০৩ সালে ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।