বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev: 'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের?
উৎসবে ফেরা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমর্থনে মুখ খুলেছিলেন দেব। টেক্কার টিজার লঞ্চে তৃণমূলের তারকা সাংসদের সেই বক্তব্য নিয়ে কম আলোচনা হয়নি। দেব স্পষ্ট জানিয়েছিলেন, উৎসবে ফেরা মানে প্রতিবাদ বন্ধ হওয়া নয়। পাশাপাশি শুরু থেকেই এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিনেতা। আরও পড়ুন-দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের! ‘দজ্জাল পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর