দেব বর্তমানে চরম ব্যস্ত লোকসভা নির্বাচনের প্রচারে জন্য। সিনেমার কাজও একপ্রকার বন্ধ রেখে এখন তিনি সম্পূর্ণ ভাবে জনসংযোগ মনোনিবেশ করেছেন। আর এই প্রচারের ফাঁকে তিনি কখনও কখনও অনুরাগীদের সঙ্গেও সময় কাটাচ্ছেন। এদিনও ঘটল তেমন এক ঘটনা। তবে এটি আর চার পাঁচদিনের থেকে যেন আলাদা।
আরও পড়ুন: সমদীপ্তার ভাবনায় মিলে গেল ভিদা করো আর তোমারও অসীমে! অরিজিৎ - রবি গানের ম্যাশাপে মুগ্ধ নেটপাড়া
বিশেষ ভাবে সক্ষম ভক্তের সঙ্গে দেব
গত দুই তিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। এদিনও ঠিক একই ভাবে বৃষ্টি মাথায় নিয়েই প্রচারে বেরিয়েছিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী। ছাতা মাথায় প্রচার করার ফাঁকে তাঁর কাছে এগিয়ে আসেন বিশেষ ভাবে সক্ষম এক অনুরাগী। তিনি সেলফি তোলার আবদার জানান। ভক্তের সেই আবদার হাসি মুখে মেনেও নেন দেব। নিজেই তাঁর হাত থেকে ফোন নিয়ে ছবি তুলে দেন। সেই ব্যক্তি নিজে ছবি তুলতে চাইলে দেব তাঁকে ইশারা করে বুঝিয়ে দেন যে তিনি তুলছেন ছবি।
দেবের এই কাজ দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুরাগীরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এরপরেও এই মানুষটাকে ট্রোল করবে লোকজন। দেব সত্যিই একজন ভালো মনের মানুষ।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'উনি সত্যি খুব ভালো। বারবার এভাবেই সেটা প্রমাণ করেন।'
আরও পড়ুন: আইভরি লেহেঙ্গায় কৌশাম্বি যেন রাজকন্যা, বরের হাত ধরে এলেন রিসেপশনে, কেমন সেজেছিলেন আদৃত?
প্রসঙ্গত এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেবের বিপক্ষে বিজেপির হয়ে লড়ছেন তাঁর প্রাক্তন সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়। হিরণ মাঝে মধ্যেই দেবকে নিশানা করছেন তাঁর বক্তব্যে। পাল্টা জবাব দিতে ছাড়ছেন না দেবও। ফলে এই কেন্দ্রে যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।