শাহরুখ খান এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কিং’ সিনেমার শ্যুটিং নিয়ে। এই সিনেমায় দ্বিতীয়বার সুহানার সঙ্গে অভিনয় করবেন তিনি। তবে এবার বড়পর্দায় প্রথম দেখা যাবে, বাদশা কন্যাকে। বেশ কিছুদিন ধরেই এইসব খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। তবে ৭ এপ্রিল ‘কিং’ সিনেমা নিয়ে এমন একটি খবর জানা যায়, যা শুনে রীতিমত চোখ বড় বড় হয়ে যায় সকলের।
সুহানার মা হতে চলেছেন দীপিকা! ‘কিং’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দীপিকা। সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই খবরটি শোনামাত্রই অনেকে ‘জওয়ান’ সিনেমার প্রসঙ্গ টেনে আনেন। অনেকে আবার এও মনে করেন, সুহানার মায়ের চরিত্রের জন্য দীপিকার বয়স অনেকটাই কম।
আরও পড়ুন: 'দয়া করে সিট বেল্ট...', স্ত্রীর দুর্ঘটনার প্রসঙ্গ টেনে সতর্কবার্তা দিলেন সোনু
আরও পড়ুন: জন্মদিনে বিজয়ের সঙ্গেই ছিলেন রশ্মিকা! দুজনের ছবিতে রয়েছে এই মিলগুলো, আপনি পারলেন ধরতে?
মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী এও জানা গেছে, ছবিতে নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন দীপিকা। অল্প সময়ের জন্য পর্দায় আসবেন তিনি। চরিত্রটি ছোট জেনেও তিনি নাকি রাজি হয়েছেন অভিনয় করার জন্য।
শাহরুখ দীপিকার নতুন জুটির খবর নিয়ে যখন উন্মাদনায় ভাসছেন ভক্তরা, ঠিক তখনই কিং পরিচালকের একটি পোস্ট সব আশায় জল ঢেলে দেয়। X হ্যান্ডেলে একটি পোস্ট করে সিদ্ধার্থ লেখেন, ‘মিথ্যা’। ব্যাস, শুধু এইটুকুই। আর কিছু লেখেননি তিনি। দীপিকা বা সিনেমার কথাও উল্লেখ করেনি তিনি।
সিদ্ধার্থ কিছু উল্লেখ না করলেও সকলে ধরে নিয়েছেন, ‘কিং’ সিনেমায় দীপিকার অনুপস্থিতির কথাই ইঙ্গিত করতে চেয়েছেন পরিচালক। শাহরুখের বিপরীতে দীপিকার অভিনয় করার কথা হয়তো পুরোটাই গুজব।পোস্ট দেখে রীতিমতো ধন্দে পড়ে যান ভক্তরা।
সিদ্ধার্থের পোস্ট দেখে একজন লিখেছেন, ‘এর মানে দীপিকা কিং সিনেমায় নেই?’ অন্য একজন লিখেছেন, ‘আমি নিশ্চিত দীপিকা কিং সিনেমার অংশ নন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে কাউকে নিয়ে আসুন।’ চতুর্থ জন কমেন্ট করে লিখেছেন, ‘দীপিকাকে একেবারেই সুহানার মায়ের চরিত্রে মানাত না।’
আরও পড়ুন: রানির ফিরিয়ে দেওয়া ৮ সিনেমা, যেগুলি মুক্তির পরই হয়ে যায় ব্লকবাস্টার
আরও পড়ুন: ভালো অভিনয় থেকে দুর্দান্ত গল্প, সব থাকা সত্ত্বেও কাজলের এই ১০টি সিনেমা ছিল ফ্লপ
প্রসঙ্গত, শুরুতে সুহানার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল টাব্বু এবং সইফ আলি খানের। ‘কিং’ সিনেমার পূর্ব পরিচালক সুজয় ঘোষ প্রাথমিকভাবে সিনেমা থেকে সরে দাঁড়ালে সিদ্ধার্থ পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সিদ্ধার্থের সিদ্ধান্তেই কাস্টিংয়ে আসে বদল।