চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া এই সিরিজে যেমন নজর কেড়েছিলেন ‘ইন্দুবালা’ শুভশ্রী, তেমনই বাহবা কুড়িয়েছিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তিনি বর্তমানে টলিউডে একটার পর একটা কাজ করে চলেছেন। আর তার মধ্যে অধিকাংশই নারীকেন্দ্রিক ছবি। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের তুমুল সাফল্যের পর তিনি তাই আবারও একটি নারীকেন্দ্রিক সিরিজ তৈরি করার কথা ভাবছেন বলেই শোনা যাচ্ছে। আর এই ছবির জন্য তাঁর পছন্দ কোয়েল মল্লিক।
কোয়েল ছেলে কবীর হওয়ার পর কাজের পরিমাণ ভীষণই কমিয়ে দিয়েছেন। ভীষণই বেছে বেছে কাজ করেন। সুরিন্দর ফিল্মসের বাইরে তাঁকে তেমন কাজ করতে বিশেষ দেখা যায়নি। যদিও মাঝে ক্যামেলিয়া প্রোডাকশনের ‘মিতিন মাসি’ ছবিতে কাজ করেছিলেন। অন্যদিকে দেবালয় আবার এতদিন কেবল এসভিএফের সঙ্গেই কাজ করেছেন। তাই এখন একটাই প্রশ্ন উঠছে, কোয়েলকে কি আবারও এসভিএফের ছবিতে দেখা যাবে নাকি দেবালয় সরে গিয়ে ক্যামেলিয়া প্রোডাকশনের সঙ্গে কাজ করবেন? এই বিষয়টা এখনও চূড়ান্ত না হলেও শোনা গিয়েছে কোয়েল মল্লিকের কাছে এই ছবির অফার গিয়েছে।
আরও পড়ুন: রহস্য সমাধানে জঙ্গলে চললেন মিতিন মাসি, শুভ মহরতের ছবি পোস্ট অরিন্দমের
দেবালয় ভট্টাচার্য কয়েক বছরে একটার পর একটা এত ভালো কাজ উপহার দিয়েছেন দর্শকদের যে তাঁর উপর আস্থা এবং এক্সপেক্টেশন দুই বেড়েছে। তাঁর ‘মন্টু পাইলট ২’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দুটো কাজই ভীষণ প্রশংসিত হয়েছে।