Dance Bangla Dance: গ্র্যান্ড ফিনালে সম্প্রচারের আগেই দেখুন কিছু ঝলক, কার মাথায় উঠবে গ্র্যান্ড এমজি ক্রাউন?
Updated: 28 Oct 2023, 09:32 PM IST Ranita Goswami 28 Oct 2023 Tollywood, Entertainment, Dance Bangla Dance, Dance Bangla Dance Grand Finale 2023, ডান্স বাংলা ডান্সডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালেতে একের পর এক ধুন্ধুমার পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ হবেন বিচারক-মহাগুরু। রাজন্যা, সুমন, স্নেহাশ্রিতা, পৃথ্বীরাজ, সুকৃতির এনার্জি ও এক্সপ্রেশন স্টেজে জ্বালিয়েছে আগুন। স্নেহা, ভূমিকা, প্রিয়াঙ্কা , দিশার গ্রেস ও পাওয়ার গ্র্যান্ড ফিনালেকে নিয়ে যাবে এক অন্য মাত্রায়।
পরবর্তী ফটো গ্যালারি