মন খারাপ দাদাগিরি ভক্তদের! শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত গেম শো। দুম করেই যবনিকা পতন, এই সপ্তাহ শেষেই সম্প্রচারিত হবে দাদাগিরি সিজন ১০-এর গ্র্যান্ড ফিনালে। ফাইনালে ঠিক কী কী হবে তা নিয়েই এখন চর্চা চারদিকে। এরমধ্যেই সামনে এল দাদাগিরি সিজন ১০ গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো। আরও পড়ুন-আর দেখা যাবে না দাদাগিরি, শেষ হল সৌরভের সঞ্চালনার সফর! কবে গ্র্যান্ড ফিনালে, জানুন তারিখ
দাদাগিরি অসম্পূর্ণ ডোনা গঙ্গোপাধ্যায় ছাড়া! সশরীরে হাজির না থাকলেও সৌরভ কিংবা প্রতিযোগিদের সৌজন্যে প্রত্যেক এপিসোডে ডোনাকে নিয়ে দু-চার কথা হবেই। তাই শো-এর গ্র্যান্ড ফিনালেতে ডোনা না থাকলে হয়? সিজন ৯-এর অন্তিম পর্বে সৌরভ-ডোনার রোম্যান্টিক ডুয়েট দেখে মন ভরেছিল সক্কলের। এবারও দাদাগিরির মঞ্চে থাকছে ডোনার নাচ। এবং সৌরভ ঘরণী একা নন, তাঁর সঙ্গে দিতে পৌঁছাবে দীক্ষামঞ্জরি। হ্যাঁ, নাচের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়েই দাদাগিরির মঞ্চ মাতাবেন ডোনা।
ডোনা প্রথিতযশা ওডিসি নৃত্যশিল্পী, দাদাগিরির মঞ্চে ডোনার ওডিসি পারফরম্যান্স দেখতে মুখিয়ে সকলে। এদিন সৌরভের দেখা মিলল কালো রঙা বন্ধগলা স্যুটে। ধোনির হেলিকপ্টার শট এদিন ব্যাট হাতে নকল করতে দেখা গেল দাদাকে।