1 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2024, 07:20 PM ISTSubhasmita Kanji
Dadagiri 10: দাদাগিরি ১০ এ এদিন এক প্রতিযোগী সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর কীর্তির কথা মাথায় রেখে নিজের হাতে লর্ডস স্টেডিয়ামের রেপ্লিকা বানিয়ে উপহার দিলেন।
দাদাগিরিতে দাদাকে কী উপহার দিলেন প্রতিযোগী?
দাদাগিরি ১০ এ এদিন খেলতে এসে এক প্রতিযোগী সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি দুর্দান্ত উপহার দিলেন। লর্ডস স্টেডিয়ামে তাঁর কীর্তিকে মনে করে এই বিশেষ উপহার দিলেন তাঁকে।
এদিন জি বাংলার তরফে দাদাগিরি ১০ এর একটি নতুন প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক প্রতিযোগী সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছেন। কী? লর্ডস স্টেডিয়ামের রেপ্লিকা।
সকলেরই মনে আছে, লর্ডসের স্টেডিয়ামে ২০০২ সালে একটি ম্যাচে বলা ভালো সিরিজ জেতার পর সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর জার্সি খুলে উড়িয়েছিলেন। গোটা বিষয়টা দারুণ হইচই ফেলেছিল। সেই কথা মনে রেখেই, সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি এই স্টেডিয়ামের রেপ্লিকা উপহার দিলেন।
এদিন প্রোমোতে বলা হয় সৌরভকে গৌতম বাবুর বিশেষ উপহার। তারপর প্রতিযোগী গৌতম দত্তকে বলতে শোনা যায় 'লর্ডসের স্টেডিয়ামে আপনি সেই জার্সি উড়িয়েছিলেন তাই আপনার জন্য এটা বানিয়ে এনেছি।' সেটা দেখেই সৌরভ বলেন, 'সুপারহিট।' এরপর তিনি সেই রেপ্লিকার খুঁটিনাটি বিষয় ব্যাখ্যা করে বলেন স্টেডিয়ামে কোথায় সৌরভ আছেন, বা কী বিষয়। সেটা দেখে স্মৃতিচারণ করে দাদা বলেন, 'এটা হচ্ছে মিড প্যাভিলিয়ন।' তারপর তিনি আনন্দে ডগমগ হয়ে বলেন, 'লর্ডসের এই স্টেডিয়াম আমার বাড়িতে সারাজীবন থাকবে।' আগামী শনিবার সম্প্রচারিত হবে এই পর্ব।
প্রসঙ্গত অনেকেই এখানে খেলতে এসে সৌরভের জন্য নানা উপহার নিয়ে এসে থাকেন। তবে এটা যে দাদার কাছে বিশেষ সেটা বলার অপেক্ষা রাখে না।