গত ফেব্রুয়ারি মাসে পুত্র সন্তানের মা হন ইয়ামি গৌতম। পুরাণ মেনে ছেলের নাম রাখেন বেদাবিদ। দেখতে দেখতে ইয়ামি-আদিত্যর ছেলের বয়স এখন ৬মাস। মা হওয়ার পর ১৪ নভেম্বর, বৃহস্পতিবার প্রথম শিশুদিবস উদযাপন করছেন ইয়ামি। আর এই বিশেষ দিনে মাতৃত্ব নিয়ে নানান কথা শেয়ার করলেন ইয়ামি।
HT City-কে ইয়ামি গৌতম বলেন, ‘আমার তো এখনও মাঝে মাঝে বিশ্বাস হয় না যে আমি মা হয়ে গিয়েছি! বিশেষত যখন কারও সঙ্গে কথা বলার সময় বেদাবিদকে যখন আমার পুত্র বলে সম্বোধন করতে হয়। সেই সময়েই যেন একটু জোরেই কথাটা বলে ফেলি।’
মা হওয়ার পর জীবন বদলে যায়। এবিষয়ে ইয়ামি গৌতম বলেন, 'অবশ্যই। আমার মনে আছে যেদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম সেদিন সবাই বাচ্চাকে দেখতে চাইছিল। বুঝতেই পারছেন, ঠিক যেমনটা সব পরিবারে ঘটে। তবে সেসময় আমি একটু সময় নিয়ে আদিত্যর পাশে বসলাম। বললাম,আমি জানি না কীভাবে এটার ব্যাখ্যা করব, তবে সেই মুহুর্তের ঠিক আগে আমার জীবন কেমন যেন ঝাপসা বলে মনে হচ্ছিল! তাই কোনও মহিলা যে শুধু একটা শিশুর জন্ম দিচ্ছেন তা নয়, তার নিজের সত্তার জন্ম দিচ্ছেন। আর এটা অত্যুক্তি নয়। সবকিছু- মানসিকভাবে, আবেগগতভাবে, শারীরিকভাবে ওই এক মুহূর্তে বদলে যায়।’