অল্প বয়সেই ডান্স বাংলা ডান্স খ্যাত চাঁদনী গঙ্গোপাধ্যায়ের মেয়ে অহনা দত্ত মা হয়েছেন। তবে মেয়ের প্রেমের খবর জানার পর থেকেই তাঁর সঙ্গে চাঁদনীর দূরত্ব তৈরি হয়েছিল। আর এবার মেয়ে মা হতেই ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন চাঁদনী।
আরও পড়ুন: 'আমি আলোকবর্ষাকে প্রচন্ড ভালোবাসি…', তথাগতর প্রেমিকা প্রসঙ্গে কেন এমন বললেন দেবলীনা?
কী লিখলেন তিনি?
মাত্র ২১ বছর বয়সে মা হয়েছেন অহনা দত্ত। ২৮ জুলাই 'অনুরাগের ছোঁয়া'র নায়িকার কোল আলো করে আসে মেয়ে। অহনার স্বামী দীপঙ্কর দে সবার প্রথম এই খবর সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেন। তারপর একটু সুস্থ হয়েই অহনা তাঁর প্রোফাইল থেকেও সকলকে এই বার্তা দেন। শুধু তাই নয়। তিনি মঙ্গলবার সকালে একরত্তির একটি ছবিও পোস্ট করেন। আর এবার তাঁর সন্তান জন্মের খবর সামনে আসার পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। তবে সেখানে অহনার নাম উল্লেখ করেননি।
মঙ্গলবার তিনি একটি স্টোরি শেয়ার করে লেখেন, ‘তিলে তিলে বড় করা সন্তানকে দেখার জন্য যদি শর্ত দেওয়া হয়, কোনও অপরাধীকে মেনে নিলে তবেই আপনি দেখা পাবেন আপনার সন্তানের, তাহলে চাই না এমন সন্তান। মা বলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ, কিন্তু মায়েরা দরকার হলে কঠিন হতে ভয় পায় না। ATM machine না হলে যত্নটা ঠিক আসেনা তাই তো। কারোর ২১ দিন রক্ত গঙ্গা বয়ে গেলেই বা কীসের কী? সেই সন্তানের মা তো কোন ATM machine না।’
আরও পড়ুন: মহালয়ার ভোরে 'মহিষাসুরমর্দ্দিনী' রূপে ফের দেখা যাবে পায়েলকে! জানেন কোন চ্যানেলে?
প্রসঙ্গত, 'ড্যান্স বাংলা ড্যান্সে'-এ অহনা এবং তাঁর মা চাঁদনী এসেছিলেন জুটি বেঁধে। মা মেয়ের নাচ অল্পদিনেই নজর কাড়ে সবার। আর সেখান থেকেই জানা যায় ডিভোর্সের পর মেয়েই ধ্যানজ্ঞান হয়ে দাঁড়ায় চাঁদনীর। কিন্তু তাঁদের সেই সম্পর্কে ছেদ পড়ে দীপঙ্করের আগমনে।
দীপঙ্কর ডিভোর্সি। আর এমন কাউকে মেয়ে বিয়ে করুক সেটা মোটেই চাননি চাঁদনী। প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক পোস্টও করেন তিনি সেই সময়। তবে অহনা তাঁর ভালোবাসার মানুষটির হাত ছাড়েননি। বরং ২০২৩ সালের ডিসেম্বর মাসে গোপনে আইনি বিয়ে সেরে ফেলেন দীপঙ্করের সঙ্গে। তবে সেই খবর প্রকাশ্যে আনেন ২০২৫ এর ১ জানুয়ারি। তারপর সমুদ্র সৈকত থেকে বরকে পাশে নিয়ে জানান যে তিনি মা হতে চলেছেন। অবশেষে সোমবার তিনি কন্যার জন্ম দেন।