বাংলা নিউজ > বায়োস্কোপ > Cactus New Album: ‘হারিয়ে যাওয়া সম্পর্ক…’ ক্যাকটাসের নতুন অ্যালবাম নিয়ে কথার ফাঁকেই সিধুর মুখে ‘পুরনো’ স্মৃতি
Cactus New Album: বেশ কয়েক বছর পর মুক্তি পেল ক্যাকটাসের নয়া অ্যালবাম "শেষ পাওয়া খবরে"। অ্যালবাম নিয়ে কথা বলতে বলতেই কিছুটা আবেগপ্রবণ শোনাল সিধুকে। কেউ লিখেছেন সেই পুরনো গানের চেনা গন্ধ সাথে সুন্দর এক্সপেরিমেন্ট, কেউ লিখেছেন অসাধারণ অ্যালবাম, কেউ লিখেছেন ‘ফিরবে না সেকি ফিরবে না’ থেকে ‘আমি ফিরছি বাড়ি’ (Entertainment News)।
ক্যাকটাস মানেই অনেকের ছোটবেলা
মাঝে বত্রিশ বছর পার। ক্যাকটাস মানেই অনেকের কাছে ছোটবেলা ফিরে পাওয়া। ক্যাকটাসের অফিসিয়াল ইউটিউবে অনুরাগীদের বার্তায় ভরে উঠেছে। উপলক্ষ্য ক্যাকটাসের নতুন অ্যালবাম প্রকাশ, "শেষ পাওয়া খবরে"। তিনটে নতুন গান আমি ফিরছি বাড়ি, আরো একটু রঙ, তোকে ছাড়া পারবোনা। গানের কথা সিধুর, সুর ক্যাকটাসের। গানের মূল দুই কন্ঠশিল্পী সিধু ও পটা।আরও পড়ুন - ‘তোমার মতো যদি কারচুপি করতে পারতাম প্রতুলদা…’ তোমার জন্য আজও গান গাওয়ার সাহস পাই
‘হারিয়ে যাওয়া সম্পর্কের শেষ…’
"মাঝে বেশ কিছু সিঙ্গেলস প্রকাশ পেলেও তিনটে নতুন গানের অ্যালবাম বেশ কিছু বছর পর প্রকাশ পেল। অল্টারনেটিভ সাইকেডেলিক রক — যেটা ক্যাকটাস এর প্রিয় সাঙ্গীতিক ধারা, নতুন গানগুলো তেমনই সুর আর মিউজিক দিয়ে সাজানো হয়েছে। গানের কথায় কখনও উঠে এসেছে নাগরিক জীবনের বিচ্ছিন্নতা, কখনও প্রায় হারিয়ে যাওয়া সম্পর্কের শেষ মাধুর্য-কে খুঁজে পাওয়া কিম্বা আত্মসমর্পণ!" বললেন সিধু ও পটা।আরও পড়ুন - ‘এই শহর তোমার এখনও ভালো লাগে, প্রতুলদা?’, চমকে উঠি স্মৃতির মাঝে হাতড়াতে গিয়ে