বাংলা নিউজ > বায়োস্কোপ > ২০২৪-এ শাহরুখের ছবি মুক্তি না পাওয়ায় ঠিক কতটা ক্ষতি হল বলিউডের? বক্স অফিসেই বা কী প্রভাব পড়ল? জেনে নিন
পরবর্তী খবর
২০২৪-এ শাহরুখের ছবি মুক্তি না পাওয়ায় ঠিক কতটা ক্ষতি হল বলিউডের? বক্স অফিসেই বা কী প্রভাব পড়ল? জেনে নিন
3 মিনিটে পড়ুন Updated: 01 Jan 2025, 11:20 AM ISTSayani Rana
২০২৪-এ শাহরুখের কোনো ছবি মুক্তি পেল না। শুরু হয়ে গেল নতুন বছর ২০২৫। বাদশার ছবি মুক্তি না পাওয়ায় ঠিক কতটা ক্ষতি হল বলিউডের? বক্স অফিসেই বা কী প্রভাব পড়ল? জেনে নিন।
২০২৪-এ শাহরুখের ছবি মুক্তি না পাওয়ায় ঠিক কতটা ক্ষতি হল বলিউডের? জেনে নিন
প্রায় ৪ বছরের বিরতির পর ২০২৩ সালে রাজা মতো কামব্যাক করেছিলেন শাহরুখ খান। ২০২৩-এ তাঁর আয় বক্স অফিস কাঁপিয়ে ছিল। একে পর এক ব্লকবাস্টার তিনি উপহার দিয়েছিলেন। 'পাঠান' দিয়ে নতুন রেকর্ড গড়ে ছিলেন কিং খান, তারপর ‘জওয়ান’ দিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙেন অভিনেতা। বছর শেষে মুক্তি পায় 'ডাংকি'। কিন্তু আবার ২০২৪-এ শাহরুখের কোনও ছবি মুক্তি পেল না। শুরু হয়ে গেল নতুন বছর ২০২৫। বাদশার ছবি মুক্তি না পাওয়ায় ঠিক কতটা ক্ষতি হল বলিউডের? বক্স অফিসেই বা কী প্রভাব পড়ল? জেনে নিন।
২০২৩ সালে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে কামব্যাক করেছিলেন শাহরুখ। বিশ্বব্যাপী বক্স-অফিসে ১,০০০ কোটি টাকা আয় করে ছিল এই ছবি। ‘পাঠান’ মোট ১০৫৫ কোটি টাকা আয় করেছিল। একটি প্রকাশনার সঙ্গে কথা বলার সময়, ট্রা রিসার্চের সিইও, এন. চন্দ্রমৌলি একটি কনজিউমার অ্যানালিটিক্স এবং ব্র্যান্ড ইনসাইট কোম্পানি বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানান, SRK-এর নতুন ব্র্যান্ড অনুমোদন উভয়ের জন্যই একটা উইন-উইন সিচ্যুয়েশন ছিল। ‘থাম্বস আপ’-এর বিজ্ঞাপনেও 'তুফান' আবার ‘পাঠান’-এর সঙ্গেও এই 'তুফান' বিষয়টা অ্যাসোসিয়েটেড। ফলে যাঁরা ‘থাম্বস আপ’ পছন্দ করেন তাঁরা শাহরুখের নতুন ছবি সম্পর্কে অবগত হন আর বাদশার ফ্যানেরা ‘থাম্বস আপ’ সম্পর্কে। এটা ছিল ‘পাঠান’-এর প্রচারের মাস্টারস্টোক। কারণ প্রতি বার অ্যাডের সঙ্গে সঙ্গেই প্রমোশন হবে। আর এটা ছবি আসার অনেক আগে ২০২২ থেকেই শুরু হয়ে গিয়েছিল। তবে এটা ছাড়াও অন্যান্য ভাবে ছবি প্রচার করা হয়েছিল।
তাঁর মতে, পানীয়ের ব্র্যান্ডের বিজ্ঞাপনটি কেবল শুরু ছিল। এসআরকে এক বছরেরও বেশি সময় ধরে, বেশ কয়েকটি বিজ্ঞাপন জুড়ে 'পাঠান'-এর প্রচার চালিয়েছেন। বার বার নানা বিজ্ঞাপনে বাদশাকে 'পাঠান'-এর লুকে দেখে স্বাভাবিক ভাবেই দর্শকদের উৎসাহ আরও বেড়ে গিয়েছিল।
তাছাড়াও ছবির গানও ভীষণ ভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। স্যোশাল মিডিয়ায় কুকিং থেকে ব্লগিং সব রিলেই 'বেশরম রঙ' আর 'ঝুমে জো পাঠান' তখন ট্রেন্ডিং। আর সবটা মিলিয়ে ‘পাঠান’ মুক্তির আগেই সফল হয়ে গিয়েছিল। যা এসআরকে-এর পরবর্তী ছবি 'জওয়ান'-এর ভিত গড়ে দিয়েছিল।
আর এর ফলস্বরূপ ‘পাঠান’ মুক্তির কয়েক মাসের মধ্যে নায়ক তাঁর দ্বিতীয় ব্লকবাস্টার দিয়েছিলেন। এসআরকে জানতেন যে 'পাঠান'-এর উপার্জনকে ছাড়িয়ে যেতে হবে। তাই বিশ্বের সবচেয়ে উঁচু বহুতলে, বিশ্বের সবচেয়ে ব্যস্ত এলাকায় ছবির ট্রেলার চালানো হয়। আর এরপর একজন ভারতীয় কীভাবেইবা তাঁর ছবি থেকে মুখ ঘুরিয়ে নিতে পারবেন। দুবাইয়ের বুর্জ খলিফা এবং টাইমস স্কোয়ারে ছবিটির ট্রেলার চালানো হয়েছে।