
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কদিন আগেই কলকাতার হলে ঝড় তুলে দিয়েছিল শাহরুখ খানের পাঠান। ৩ সপ্তাহে শুধু মাত্র বাংলাতেই ৪০ কোটির ব্যবসা করেছিল এই অ্য়াকশন মুভি। আপাতত পালা বাংলা ছবির প্রতি ভালোবাসা দেখানোর। পুজোয় চার-চারটে ছবি মুক্তি পেয়েছে হলে। প্রসেনজিৎ থেকে কোয়েল মল্লিক, মিমি থেকে অনির্বাণ, দেব থেকে আবির-- অভিনেতার তালিকা বেশ লম্বা। ছবির গল্পেও রয়েছে অভিনবত্ব। শুধু পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার পালা।
যদিও সবাইকে পিছনে ফেলে দিয়েছে দশম অবতার। এসভিএফের প্রযোজনায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দর্শকরা হলে গিয়ে দেখতে পারবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের যুগলবন্দি। একসঙ্গে পর্দায় ফিরলেন পুলিশ অফিসার প্রবীর রায়চৌধুরী, বিজয় পোদ্দার। সঙ্গে ভিলেন হিসেবে যিশু অনেকটা কেকের উপরে থাকা চেরির মতো। অবশ্য এই ছবিতে অনির্বাণ আর বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের চুমুটা নিয়েও কম কথা হয়নি। প্রযোজনা সংস্থা জানাচ্ছে, ৬ দিনে এই সিনেমা ব্যবসা করেছে ৪.১৫ কোটির। আরও পড়ুন:
পুজোয় মুক্তি পাওয়া চারটে সিনেমার মধ্যে তিনটিই থ্রিলার ঘরনার। তবে দেবের ছবির স্বাদ একেবারে আলাদা। ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির বীরগাঁথা নিয়ে সিনেমা বানিয়েছেন অরুণ রায়। দেবের ছবি কিন্তু মাল্টিপ্লেক্সের সঙ্গে জেলায় থাকা সিঙ্গেল স্ক্রিনেও ভালো ব্যবসা করেছে। অভিনেতা হিসেবে নিজেকে আবারও প্রমাণ করেছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেগড়ে নিয়েছেন দেব। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ৫ দিনে বাঘা যতীনের আয় ৩ কোটি। আরও পড়ুন: রাজকীয় বললেও কম হয়! ৫ বছর পর সামনে এল দীপিকা-রণবীরের বিয়ের ভিডিয়ো
পুজোর ব্যবসায় ভালো ফল করেছে রক্তবীজ সিনেমাটিও। শিবপ্রসাদ ও নন্দিতা জুটির প্রথম থ্রিলার। এতদিন ফ্যামিলি ড্রামা দেখিয়ে দর্শককে হাসিয়েছেন-কাঁদিয়েছেন। তবে এবার স্বাদ এক্কেবারে আলাদা। ২০১৪ সালের ২ অক্টোবর এক অষ্টমীর দিনে বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব বর্ধমানের খাগড়াগড়। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি থেকে সামান্য দূরে হয়েছিল এই বিস্ফোরণ। সেটাকেই সিনেমার পর্দায় নিয়ে এলেন নির্মাতারা। দর্শকও উপভোগ করেছে আবির-মিমি-ভিক্টরের এই সিনেমা। ৬ দিনে ছবির আয় ২.৩৭ কোটি।
তবে এই তিনটে সিনেমার থেকে অনেকটাই পিছিয়ে কোয়েলের জঙ্গলে মিতিন মাসি। চার বছর পর এই মহিলা গোয়েন্দার চরিত্রে পর্দায় ফিরেছেন অভিনেত্রী। প্রযোজনা সংস্থা জানাচ্ছে ৬ দিনে ছবি ব্যবসা করেছে ১.১০ কোটি মতো।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports