প্রথমবার বাবা হতে চলেছেন হরগৌরী পাইস হোটেলের শঙ্কর থুরি রাহুল মজুমদার। মাসখানেক আগেই সুখবর দিয়েছিলেন দম্পতি। প্রীতি বিশ্বসারে সঙ্গে তাঁর প্রথম সন্তান আসার খবর, মনে আনন্দ দিয়েছিল সকলকে। আর এবার হবু মা-বাবাকে আইবুড়ো ভাত খাওয়ালেন টলিউডের আরেক পাওয়ার কাপল বনি ও কৌশানি।
২০১৭ সালে ‘রং-রুট’-এর সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি সাতপাক বাঁধা পড়েন তাঁরা। প্রীতি আগেই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ডেট দিয়েছে ডাক্তার। হাতে মাত্র আর কয়েকটা মাস। তারপরই কোলে আসবে পরিবারের খুদে সদস্য।
আরও পড়ুন: ‘গোয়েন্দা জিতু’র প্রথম সিনেমা, তদন্ত ডাক্তার খুনের! প্রকাশ্যে অরণ্যের প্রাচীণ প্রবাদের ট্রেলার
প্রীতি বেশ কয়েকটা শেয়ার করেছেন ছবিতে। প্রথম ছবিতে তিনি আর কৌশানি। টেবিলে সাজানো খাবারের প্লেট। এরপরের ছবিতে শুধু খাবারের প্লেট সামনে নিয়ে পোজ দিয়েছেন প্রীতি। তৃতীয় ছবিতে রাহুল-প্রীতি আর বনি-কৌশানি একসঙ্গে।
আরও পড়ুন: পাত্র অপছন্দ, সোনাক্ষি-জাহিরের বিয়েতে আসছে না শত্রুঘ্ন-পুনম? মুখ খুললেন ঘনিষ্ঠ
প্রীতির সামনে সাজিয়ে রাখা প্লেটে দেখা গেল নানা ধরনের খাবার। সেখানে ভাত থেকে পোলাও, লুচি, ডাল, মাছ, মাংস, পাতুরি---কী নেই। ছবিগুলির ক্যাপশনে হবু মা লিখেছেন, ‘কিছু মানুষ তোমারই মতো শুধু একটি ‘ধন্যবাদ’ এর চেয়ে বেশি প্রাপ্য..! বন্ধু তোমরা আমার হৃদয়ে একটি বিশেষ স্থান আছে.. সবকিছুর জন্য ধন্যবাদ, তুমি, বনি, কাকু আমার জন্য অনেক করেছ। বেবি শাওয়ারের থালির জন্য অনেক ধন্যবাদ হবু মাসি। তোমাদের অনেক ভালোবাসি বন্ধুরা…’
আরও পড়ুন: ‘বলি বাচ্চা বউ’! দিদি নম্বর ১-এ এলেন শ্রুতি-স্বর্ণেন্দু, বয়সের কত ফারাক দুজনের?
শেষ দেখা গিয়েছে প্রতীকে বালিঝড় ধারাবাহিকে। আর মাঝপথে হরগৌরী পাইস হোটেলকে বিদায় জানান রাহুল। ধারাবাহিক লিপ নেওয়ার পর কোনও ২৫ বছরের মেয়ের বাবার চরিত্রে অভিনয় করবেন না বলে ছেড়ে দেন। আপাতত দুজনেরই মন আসছে সন্তানের দিকে।
প্রতীর এই মন ছুঁয়ে যাওয়া ক্যাপশনের জবাবে কৌশানি লিখলেন, ‘আমরা তোমাকে ভালোবাসি। আর তুমি জানো তো সেটা।’ আর বনি লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা @রাহুল ও @প্রীতি তোমাদেরকে।’
প্রসঙ্গ, ইন্ডিয়ান সেলেব্রিটি লিগে কলকাতা টিমে একসঙ্গে খেলেন রাহুল ও বনি। আর দুজনকে সঙ্গ দিতে নানান শহরে যাতায়াত লেখেই থাকে মরশুমে কৌশানি ও প্রীতির। চলতি বছরে ট্রফি জিতেছে কলকাতা। ম্যান অব দ্য সিরিজ ট্রফিও পেয়েছেন রাহুল। আর এখন শুধু খুদে মজুমদার বিশ্বাসের আসার অপেক্ষা।