বছরের শেষ দিনে চমক। ‘সুপারম্যান’ হয়ে আসছেন অভিনেতা বনি সেনগুপ্ত। শুনে চমকে উঠলেন? আসলে তাঁর আসন্ন ছবির নাম ‘সুপারম্যান’। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে ফ্লোরে আসতে চলেছে এই ছবি। অভিনেত্রী ঈশানি ঘোষের সঙ্গে জুটি বাঁধবেন বনি। ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে।এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প। পরিবেশ, পরিস্থিতি যাই হোক প্রত্যেকটা মানুষই সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে তার কাজের মাধ্যমে। ছবির গল্প এগিয়েছে এক গ্রাম্য যুবককে কেন্দ্র করে। কাজের মধ্যে দিয়ে তাঁর সুপারম্যান হয়ে ওঠার ইচ্ছে। সেই ইচ্ছেশক্তির জোরেই যে কোনও বাধাকে জয় করে সে। তবে সুপারম্যান হয়ে ওঠার ইচ্ছে শুধু ছেলেটি একার মধ্যে সীমাবদ্ধ ছিলনা, আসে পাশের মানুষের মধ্যেও ছড়িয়ে দেয় সে। নাম ভূমিকায় অভিনয় করছেন বনি সেনগুপ্ত।ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক। ‘অমিত আচার্য ফিল্মস’এর ব্যানারে, ছবির প্রযোজনায় অমিত আচার্য। কলকাতা এবং শহরতলিতে ছবির শ্যুটিংয়ের কথা রয়েছে। করোনা, ওমিক্রনের জোরা ফলার মাঝে, ‘সুপারম্যান’ বনিকে সঙ্গে নিয়ে নতুন বছরে নতুন চমক দিতে চলেছেন পরিচালক রিনো দত্ত।