Karan Johar-Ananya Panday: ‘ভাড়া বাকি আছে নাকি?’ দামি পোশাক পরে শেষপর্যন্ত কিনা বেসনের বিজ্ঞপন করছেন করণ-অনন্যা!
1 মিনিটে পড়ুন Updated: 21 Jan 2025, 07:41 AM IST-
কমেন্টে একজন মজা করে লিখেছেন, ‘ভাড়া বাকি আছে ভাই তাই করণ আজকাল বেসন বেচছেন।’ কারোর কথায়, ‘করণ আজকাল বেসনের বিজ্ঞাপন করছেন! নিশ্চয়ই খুব কঠিন সময়। যাচ্ছে’। কেউ মশকরা করে লিখেছেন, ‘কেজো অনন্যাকে এটা বিক্রি করতে দেখে কে বাইরে গিয়ে বেসন কিনবেন? যদি বেসন সম্পর্কে সবচেয়ে কম জানেন এমন সমস্ত লোকের একটা তালিকা তৈরি করতেন, তাহলে কেজো ও অনন্যা অবশ্যই শীর্ষ ৫-এ থাকতেন’, কারোর মন্তব্য ‘আমার মনে হয়, দুজনেই নিশ্চয় বেসন কী সেটাই জানেন না। ’ কারোর কটাক্ষ ‘কী বলব,স্ট্রাগলার অনন্যা পাণ্ডে নাকি এখন বিজ্ঞাপনেও নেপোটিজম।' কারোর কথায়, ‘আমার ভীষণভাবে মনে আছে, অনন্যা যিনি কপিলের শোতে এসে কারি পাতাকে পালং শাক বলেছিলেন!’