Rio Kapadia Death: না-ফেরার দেশে ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা রিও কাপাডিয়া। গত বছরই তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আসে।
প্রয়াত রিও কাপাডিয়া
হিন্দি সিনেমা তথা সিরিয়ালের অতি পরিচিত মুখ রিও কাপাডিয়া আর নেই! শুক্রবার না-ফেরার দেশে চলে গেলেন ৬৬ বছর বয়সী রিও। শাহরুখ খান,আমির খান থেকে রানি মুখোপাধ্যায়, বলিউডের একাধিক সুপারস্টারের ছবিতে নজর কেড়েছেন এই চরিত্রাভিনেতা। ইন্ডিয়া টুডে-কে রিও কাপাডিয়ার মৃত্যু সংবাদ নিশ্চিত করছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ফয়সল মালিক। আরও পড়ুন-৩ দিনেই সব শেষ! ডেঙ্গিতে বোনকে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়