
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের পরিবারের বড় ধাক্কা। প্রয়াত অভিনেতার ছোটভাই আসলাম খান। শুক্রবার সকালে মৃত্যু হল তাঁর। ডায়াবেটিসের রোগী ছিলেন আসলাম, ভুগছিলেন হাইপারটেনশন এবং হার্টের সমস্যাতেও। হাসপাতালের ভর্তি হলে তাঁর করোনা রিপোর্টও পজিটিভ আসে। আসলাম খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ।
গত শনিবার দিলীপ কুমারে দুই ভাই আসলাম খান এবং এয়সান খানকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। আসলাম খানের শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শারীরিক পরিস্থিতি ঠিক না থাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এয়সানকেও। এরপর তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ আসে, দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের শরীরেই অক্সিজেনের মাত্রা ব্যাপক হারে কমে যায়, ৮০%-এরও কম ছিল অক্সিজেন।
এর আগে লীলাবতী হাসপাতালের চিকিত্সক জালিল পারকর হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন,'তাঁদের আইসিইউতে রাখ হয়েছে। তাঁদের বয়স এবং আগের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কথা জানা থাকায় আমরা অতিরিক্ত গুরুত্ব সহকারে চিকিত্সা চালাচ্ছি'। এয়সান খানের বয়স ৯০ বছর, তাঁর চেয়ে কয়েক বছরের ছোট আসলাম খান।
৳7,777 IPL 2025 Sports Bonus