এই মুহূর্তে হিন্দি ওয়েব সিরিজের অন্যতম জনপ্রিয় নাম দিব্যেন্দু ভট্টাচার্য। বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও চুটিয়ে কাজ করছেন মুম্বইয়ের এই বাঙালি অভিনেতা। আমির খানের 'মঙ্গল পাণ্ডে' হোক কিংবা জনআব্রাহামের 'ধন ধনা ধন গোল', পর্দায় স্বল্প দৈর্ঘ্যের চরিত্রতেই নজর কেড়েছিলেন তিনি। পাশাপাশি ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘দেব ডি’, ‘লুটেরা’, র মতো বহু ছবিতে কাজ করেছেন। এদিকে ওটিটি দুনিয়ায় ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘আনদেখি’, 'বদলাপুর' ইত্যাদিতে কাজ করার পর দক্ষ অভিনেতা হিসেবে নাম করেছেন মুম্বইয়ের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। গত মাসেই তাপসী মুক্তি পাওয়া পান্নু-তাহির রাজ ভাসিন অভিনীত নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'লুপ লপেটা'-তে প্রধান ভিলেন চরিত্রে দেখা গিয়েছিল দিব্যেন্দুকে। এদিন শুক্রবার ৪ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম SonyLIV-এ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ 'আনদেখি'-র দ্বিতীয় ভাগ 'আনদেখি ২'। ক্রাইম থ্রিলার সিরিজ 'আনদেখি'-র এই সিক্যুয়েলেও ডিএসপি ঘোষ-এর চরিত্রেই দেখা যাবে তাঁকে। জানিয়ে রাখা ভালো, 'আনদেখি'-তে তাঁর অভিনীত চরিত্রটি দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস-কে মুম্বই থেকে ফোনে তিনি বললেন, 'Sony LIV-এর সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। স্বভাবতই যথেষ্ট উৎসাহিত। খুব খেটেখুটে এই কাজটি করেছি। অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছি। 'আনদেখি' যে এতটা জনপ্রিয় হবে তা স্বভাবতই আগে টের পাইনি। তাই এর দ্বিতীয় সিজনে অভিনয় করাকালীন অল্প হলেও চাপ তো ছিলই। 'ক্রিমিনাল জাস্টিস' সিরিজে আমাকে নেগেটিভ চরিত্রে দেখার পরপরই 'আনদেখি'-তে ডিএসপি ঘোষের মতো মজাদার অথচ দৃঢ় মননের একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখে দর্শক রীতিমতো চমকে গেছিলেন। অবশ্য প্রশংসা ও ভালোবাসতেও ভরিয়ে দিয়েছিলেন। তাই স্বভাবতই আনদেখি ২ নিয়ে ব্যক্তিগতভাবে আমার অনেক আশা।'সামান্য থেমে তিনি আরও জানান যে 'আনদেখি ২'-তে তাঁর কেরিয়ারে এই ডিএসপি ঘোষের চরিত্রটি তাঁর অন্যতম প্রিয় চরিত্র। দিব্যেন্দ্যুর কথায়, ' এককথায় চরিত্রটিতে প্রচুর শেডস রয়েছে। এর থেকে বেশি বললে মজাটাই নষ্ট। ডিএসপি ঘোষ মাঝেমধ্যেই যে দর্শকদের দারুণ চমকে দেবে সে দর্শকদের এটুকু বলতে পারি। সে যেমন মজার তেমন সাহসী।'প্রসঙ্গত, এক রাতে নৃশংস হওয়া একটি খুনকে কেন্দ্র করেই শুরু হয় 'আনদেখি'-র গল্প। সেই খুনের তদন্তে নেমে ধীরে ধীরে উন্মোচন হতে থাকে আরও নানারকম গভীর রহস্যের। শুরু হয় দুষ্কৃতী ও পুলিশের মধ্যে 'ইঁদুর-বিড়াল'-এর খেলা। শেষপর্যন্ত অন্যায়কারী শাস্তি পেল কি না, তা জানার আগেই পর্দা নেমেছিল 'আনদেখি' সিরিজের। উল্লেখ্য,'আনদেখি' -এর গল্পযেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে 'আনদেখি ২'।এই সিরিজে দিব্যেন্দ্যু ভট্টাচার্য ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে হর্ষ ছায়া, সূর্য শর্মা, আঁচল সিং, অপেক্ষা পড়োয়াল-কে।