1 মিনিটে পড়ুন Updated: 11 Dec 2023, 02:44 PM ISTSubhasmita Kanji
Bobby Deol on Animal Marital Rape Scene: পর্দায় বৈবাহিক ধর্ষণের সিনে অভিনয় করেছেন ববি। সেই প্রসঙ্গে কী জানালেন অভিনেতা?
বৈবাহিক ধর্ষণ সিন নিয়ে ববি কী বললেন?
অ্যানিম্যাল নিয়ে যেন বিতর্কের শেষ নেই। কখনও রণবীর রশ্মিকা ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ঘনাচ্ছে বিতর্ক, কখনও আবার রণবীরের লিক মাই শু সংলাপ নিয়ে পরে যাচ্ছে হইচই, উগ্র পৌরুষ, নারী বিদ্বেষী ছবি নাকি এটি, এমনই মত অনেকের। এর মধ্যে ববি দেওলের করা বৈবাহিক ধর্ষণের সিন নিয়েও চলছে চর্চা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
অ্যানিম্যাল ছবিতে মূক ব্যক্তি আব্রারের চরিত্রে অভিনয় করেছেন ববি। এই ছবিতে তাঁকে তিনটি বিয়ে করতেও দেখা যায়। তিন নম্বর বিয়ে করেই তাঁকে তবে তৃতীয় স্ত্রীর উপর রীতিমত ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। এই বৈবাহিক ধর্ষণের সিন বর্তমানে দারুণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার সেই সিন নিয়ে কথা বললেন ববি। জানালেন সিনটি করার সময় তাঁর কোনও অস্বস্তি কাজ করেনি। সন্দীপ রেড্ডি ভাঙা অর্থাৎ পরিচালক তাঁকে ভীষণ রকম ভাবে সাহায্য করেছিলেন এই সিনটি ঠিক ভাবে করার জন্য।
বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে ববি বলেন, 'আমি যখনই আমার চরিত্রটা শুনেছিলাম তখনই আমি বুঝেছিলাম কথা না বলেও এখানে আমার অনেক কিছু করার আছে। যেহেতু আমি কোনও কথা বলিনি সেটাই যেন আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল। আমি যখন শুটিং করেছি আমার মধ্যে কোনও অস্বস্তি ছিল না।'