অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় রয়েছে নানা কারণে কখনও এই ছবির গল্প, কখনও কোনও বিতর্ক কখনও আবার ববি দেওলের অভিনয়ের জন্য। সন্দীপ রেড্ডি ভাঙার এই ছবিটিতে ববি দেওলের অংশ মাত্র ১৫ মিনিটের। তাতেই তিনি নজর কেড়েছেন সবার। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। পেয়েছেন অভূতপূর্ব প্রসংশা। তারপরই অভিনেতাকে কেঁদে ফেলতে দেখা যায়। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন তিনি।
প্রকাশ্যে কেন কেঁদেছিলেন ববি?
কিছুদিন আগে দর্শকদের থেকে প্রশংসা পেয়ে পাপারাৎজিদের সামনেই কেঁদে ফেলেন ববি। অ্যানিম্যালের হাত ধরে ফের চর্চায় উঠে আসার আনন্দে, খ্যাতির শীর্ষে পৌঁছানোর আনন্দে কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে। তাঁর কান্নার সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। এই ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি জানি না এটা কী করে আত্মস্থ করতে হয়। একজন অভিনেতা হিসেবে আপনি সবসময় এই স্বীকৃতির জন্য অপেক্ষা করে থাকেন, সেটা পূরণ হওয়াটা একটা স্বপ্নের মতো। ঈশ্বর আমার উপর সদয় আছেন।'
আরও পড়ুন: 'আমায় মাফ করো...' ফোন করে ডাঙ্কির জন্য ভিকির কাছে ক্ষমা চান শাহরুখ! কেন?
আরও পড়ুন: 'এবার সময় হয়েছে...' গাঁটছড়ার হাত ধরে এসেছে বহু পুরস্কার, ধারাবাহিকের শেষ লগ্নে মন খারাপ অনিন্দ্যর
ববি এই প্রসঙ্গে আরও বলেন, 'ধরুন আপনি এমন একটা সুযোগের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন, বহুদিন। আর সেই সুযোগ পাওয়ার জন্য আপনি যথেষ্ট পরিশ্রমও করেছেন। কিন্তু সুযোগ আসেনি। আমার জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চয় ভেঙে পড়ত। কিন্তু আমি আমার কাজকে, ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। তাই যখন সুযোগটা এল, স্বীকৃতিটা পেলাম তখন কান্নায় ভেঙে পড়েছি।'
অ্যানিম্যাল ছবিতে ববি দেওলের চরিত্র
এই ছবিতে ববি দেওলের চরিত্রের নাম আব্রার। সাড়ে তিন ঘণ্টার ছবিতে মাত্র ১৫ মিনিট স্ক্রিন টাইম ছিল তাঁর। কিন্তু হলে কী হবে, ওইটুকু সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের উপর দিয়ে নজর সরাতে দেননি ববি। কিন্তু কীভাবে এসেছিল এই কাজের সুযোগ? সেই স্মৃতি হাতড়ে অভিনেতা বলেন, 'আমি তখন বাড়িতেই ছিলাম, সেই সময় সন্দীপের থেকে একটা মেসেজ পাই। আমি শিওর ছিলাম না যে এটা ওই। আমি আমার ম্যানেজারকে বলি চেক করতে। তারপর ওকে কল করি, ও দেখা করতে চায়। সন্দীপ তখন এসে আমায় আমার কলেজের একটি ছবি দেখায় যখন আমি কলেজ লিগে খেলতাম। সেই সময়ের একটা ছবিই আমায় এই কাজটা দিল। আমার মাত্র ১৫ দিনের শুট ছিল।'
আরও পড়ুন: বলিউডের নিজের লোক করণের সামনেও মুখ খুলতে নারাজ সেলেবরা, আরেকটু হলেই ফায়ার হয়ে যাচ্ছিল র্যাপিড ফায়ার
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুর এবং রশ্মিকা মন্দানাকে। এছাড়া আছেন অনিল কাপুর, তৃপ্তি দিমরি প্রমুখ। গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙার এই ছবিটি।