বাঙালি কন্যে বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন গায়ক মিকা সিং। বিপাশা ও করণকে 'অপেশাদার', ‘বাহানাবাজ’ বলে সম্প্রতি আক্রমণ করন মিকা। তাঁর দাবি ছিল, নিজেদের দোষেই আজ বিপাশা ও করণ কাজ পাচ্ছেন না। বাড়িতে বসে থাকতে হচ্ছে তাঁদের। আর এবার মিকার সেই আক্রমণের পাল্টা ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিপাশা।
সোশ্যাল মিডিয়ায় ‘বিষাক্ত মানুষ’ ক্যাপশানে একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিপাশা বসু। ঠিক কী লিখেছেন বং গার্ল?
মিকা সিং-এর মন্তব্যের ঠিক পরই ইনস্টাগ্রাম স্টোরিতে ডঃ অ্যান ব্রাউনের একটি উক্তি শেয়ার করেছেন বিপাশা বসু, যেখানে লেখা ছিল, ‘বিষাক্ত মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে, আঙুল তোলে, দোষারোপ করে তবে দায়িত্ব এড়িয়ে যায়।’ এর সঙ্গে বিপাশা যোগ করেছেন, ‘বিষাক্ততা ও নেতিবাচকতা’ থেকে দূরে থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। ‘দুর্গা দুর্গা’ হাত ভাঁজ করা ইমোজি।