1 মিনিটে পড়ুন Updated: 09 Nov 2023, 08:24 AM ISTRanita Goswami
জয় কোটাক হলেন Kotak811-এর সহ-প্রধান, যার মধ্যে রয়েছে ভারতের অগ্রগণ্য ডিজিটাল ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক৷ জয় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা উদয় কোটকের ছেলে, যাঁর নাম ফোর্বসের তালিকাতেও রয়েছে। ফোর্বসের তালিকা অনুসারে তিবি ১,১৩২৭০ কোটি টাকার সম্পত্তির মালিক।
অদিতি আর্য ও জয় কোটাক
সাতপাকে বাঁধা পড়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া এবং অভিনেত্রী অদিতি আর্য। পাত্র বিলিয়নেয়র উদয় কোটকের ছেলে, Kotak811-এর সহ-কর্ণধার জয় কোটক। উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তবে বিয়েতে উপস্থিত ছিলেন অদিতি ও জয়ের পরিবার ও ঘনিষ্ঠরা।
প্রসঙ্গত জয় কোটাক হলেন Kotak811-এর সহ-প্রধান, যার মধ্যে রয়েছে ভারতের অগ্রগণ্য ডিজিটাল ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক৷ জয় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা উদয় কোটকের ছেলে, যাঁর নাম ফোর্বসের তালিকাতেও রয়েছে। ফোর্বসের তালিকা অনুসারে তিবি ১,১৩২৭০ কোটি টাকার সম্পত্তির মালিক৷ জয় ২০২১ সালে Kotak 811-তে যোগ দিয়েছিলেন। যিনি ব্যবসার স্ট্যাটেজি এবং পণ্যের বিষয়টি দেখাশোনা করেন। বাবার ব্যাঙ্কিং ব্যবসায় যোগদানের আগে তিনি ম্যাককিন্সির সঙ্গে ব্যবসায় বিশ্লেষক হিসেবে কাজ করতেন। ১০১২-২০১৪ , জয় সেখানে দুই বছর কাজ করেন। তিনি ২০১০ সালে গোল্ডম্যান শ্যাক্সে ইন্টার্নশিপও করেছিলেন।