‘বিগ বস ১৮’-এর প্রতিযোগী, অভিনেতা করণ বীর মেহরা এবার প্রাক্তন স্ত্রী দেবিকা মেহরা এবং নিধি শেঠের গায়ে হাত তুলেছেন কিনা সেই প্রসঙ্গে মুখ খুললেন।
প্রাক্তন স্ত্রীদের গায়ে হাত তুলতেন কি? সলমনের প্রশ্নের চাপে মুখ খুললেন করণ বীর
‘বিগ বস ১৮’-এর প্রতিযোগী, অভিনেতা করণ বীর মেহরা এবার প্রাক্তন স্ত্রী দেবিকা মেহরা এবং নিধি শেঠের গায়ে হাত তুলেছেন কিনা সেই প্রসঙ্গে মুখ খুললেন। শোয়ের সর্বশেষ পর্বে, সঞ্চালক সলমন খান গ্র্যান্ড প্রিমিয়ারের একটি ভিডিয়ো দেখান তাঁকে। যেখানে প্রতিযোগী আরফিন খান করণ বীরের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন। তাঁর সম্পর্কে নানা খারাপ কথা বলেছেন।
করণ বীর সম্পর্কে কী বললেন আরফিন খান?
ভিডিয়োতে মূলত আরফিনের স্ত্রী বলেছিলেন যে করণ বীর প্রতিযোগিতামূলক হবেন। তাঁর মতে করণ বীরকে 'ট্রিগার' করা আরও সহজ হবে। সলমন যখন জিজ্ঞাসা করেন যে সবচেয়ে অভদ্র ব্যক্তি কে, তখন আরফিনের পাশে দাঁড়িয়ে থাকা তাঁর স্ত্রী সারা আরফিন করণ বীরের নাম উল্লেখ করেন।
স্ত্রীয়ের কথার রেশ ধরে আরফিনও বলেন, ‘করণ বীর সবচেয়ে বড় ঝামেলা নিয়ে আসতে চলেছে বিগ বসের ঘরে। আমি মনে করি করণ বীর একজন আক্রমণাত্মক ব্যক্তি। তিনি হিংস্রও হতে পারেন বিপরীত লিঙ্গের প্রতিযোগিদের উপর। জেতার জন্য তিনি যে কোনও ভাবে লড়াই করতে পারেন। সেখানে উচিত অনুচিত দেখবেন না।’
সলমন এরপরে করণ বীরকে তাঁর সাম্প্রতিক দুটি বিবাহবিচ্ছেদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। করণ বীর দু'বার বিয়ে করেছিলেন এবং বিবাহবিচ্ছেদ হয়ে যা দুবারই। দেবিকা মেহরা সঙ্গে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। অন্যদিকে, নিধি শেঠের সঙ্গে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে ছিলেন। সে প্রসঙ্গে অভিনেতা করণ বীরের কাছে সলমন জানতে চান, তাঁর প্রাক্তন স্ত্রীরা তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর বা অভিযোগ দায়ের করেছেন কিনা? কিংবা তাঁরা কখনও তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন বা গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছেন কিনা?
এই প্রশ্ন শুনে করণ বীর বলেন, ‘না স্যার।’ পাশাপাশি করণ বীর আরফিনকে জিজ্ঞাসা করেন যে তিনি গ্র্যান্ড প্রিমিয়ারের সময় তাঁর মন্তব্যের মাধ্যমে কী বোঝাতে চেয়েছিলেন?
যাইহোক, সলমনের প্রশ্নে করণ বীর বলেন, ‘আমার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমি কখনও খারাপ ব্যবহার করিনি। কখনও তাঁদের কারও গায়ে হাতও তুলিনি। তবে হ্যাঁ আমাদের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া বহুবার হয়েছে। অনেক কিছু নিয়েই আমাদের মধ্যে মনোমালিন্য ও মতভেদ হয়েছে। কিন্তু এমন হয়নি যে এফআইআর দায়ের করা হয়েছে আমার নামে। বা আমি ওঁদের উপর শারীরিক নির্যাতন করেছি বা আমি ওঁদের আঘাত করেছি।’
করণ বীর ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১৪'-এর বিজয়ী ছিলেন। 'রাগিনী এমএমএস ২', 'মেরে ড্যাড কি মারুতি', 'ব্লাড মানি', 'বদমাশিয়াঁ'-এর মতো জনপ্রিয় সব বলিউড ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।