গতকাল অর্থাৎ ৫ অগস্ট উত্তরাখণ্ডের ধারালিতে আচমকা হরপা বানে ভেসে যায় গোটা একটি গ্রাম। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের, নিখোঁজ আরও ৫০। উত্তরাখণ্ডে মৃত এবং নিখোঁজ ব্যাক্তিদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় বলিউডের একাধিক সেলিব্রিটিদের।
এই তালিকায় প্রথমেই নাম উঠে আসে মানব দরদী অভিনেতা সোনু সুদের। তিনি X হ্যান্ডেইলে শোক প্রকাশ করে লেখেন, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ বন্যা এবং মেঘ ভাঙনে আমি মর্মাহত। ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি জীবনের জন্য আমার প্রার্থনা রইল। প্রত্যেককে একত্রিত হওয়ার সময় এসেছে। যারা বাড়িঘর, জীবন জীবিকা হারিয়েছেন তাঁদের প্রত্যেকের পাশে সবাইকে দাঁড়াতে হবে।
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
এই প্রসঙ্গে জলবায়ুর পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী ভূমি পেডনাকর লেখেন, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে যা হয়েছে তা সত্যি হৃদয় বিদারক। উন্নয়নের জন্য প্রতিনিয়ত বন কেটে ফেলা হচ্ছে, ভারসাম্য রক্ষা হচ্ছে না। প্রতিবছর বর্ষায় এইভাবে মানুষ প্রান হারাচ্ছেন। এই দৃশ্য খুবই ভয়াবহ। প্রকৃতির ক্রোধের সামনে আমরা কিছুই নই, দয়া করে শিখুন।
অভিনেতা রাঘব জুয়াল ইনস্টাগ্রামে মৃত এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্দেশ্যে প্রার্থনা জানিয়ে লেখেন, প্রার্থনা। এরপরেই পাহাড়ে একটি নির্মাণ কাজের ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, দয়া করে এটা বন্ধ করো। ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
উত্তরাখণ্ডের বাসিন্দা উর্বশী রাউতেলার সঙ্গে টাইমস অফ ইন্ডিয়া তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হরিদ্বারের মেয়ে হিসেবে আমি উত্তরাখণ্ডের প্রতিটি পাথর, প্রতিটি নদী এবং প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে পরিচিত। আমার জমি, আমার পরিবার, আমার মানুষ যে ভয়াবহ পরিস্থিতি সম্মুখীন হয়েছে তা দেখে আমি স্তব্ধ।’
প্রসঙ্গত, উত্তরাখণ্ডের ধরলি গ্রামে ক্ষীর গঙ্গা নদীতে বিশাল মেঘ ভাঙনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর শুনতে পাওয়া গিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই পদক্ষে গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ।