বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhumi on Animal: 'আমার ছেলে এমন হোক...' আগে সমর্থন পরে পাল্টে গেল সুর! অ্যানিম্যালে রণবীরের চরিত্র নিয়ে কী বললেন ভূমি?
পরবর্তী খবর
Bhumi on Animal: 'আমার ছেলে এমন হোক...' আগে সমর্থন পরে পাল্টে গেল সুর! অ্যানিম্যালে রণবীরের চরিত্র নিয়ে কী বললেন ভূমি?
1 মিনিটে পড়ুন Updated: 23 Feb 2024, 02:33 PM ISTSubhasmita Kanji
Bhumi Pednekar on Animal: সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অ্যানিম্যাল ছবিটি নিয়ে যেন বিতর্কের অবসান নেই। এবার সেই বিষয়ে কী বললেন ভূমি পেডনেকর?
অ্যানিম্যালে রণবীরের চরিত্র নিয়ে কী বললেন ভূমি?
আগে অ্যানিম্যালের হয়ে গলা ফাটালেও বর্তমানে পাল্টে ফেললেন সুর। এখন সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অ্যানিম্যাল ছবিটি মূলত রণবীর কাপুর অভিনীত চরিত্রটি নিয়ে কী বললেন ভূমি পেডনেকর?
অ্যানিম্যাল ছবিটি নিয়ে কী বললেন ভূমি?
অ্যানিম্যাল ছবিটি মুক্তি পাওয়ার যখন অনেকেই এই ছবিটির বিরোধিতা করেন। টক্সিক পৌরুষ এবং নারীবিদ্বেষী বিষয় দেখানোর জন্য কটাক্ষের শিকার হয় অ্যানিম্যাল। তখন ভূমি কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন এই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার। তবে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর সেই মনোভাব যে বদলে গিয়েছে সেটা স্পষ্ট করে দিলেন। জিস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভূমি অ্যানিম্যাল ছবিটি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরলেন। বললেন রণবীর যে চরিত্রটিতে অভিনয় করেছে সেটা উগ্র পৌরুষ প্রচার করেছে।
তিনি একই সঙ্গে জানিয়েছেন রণবীর কাপুর অভিনীত এই চরিত্রটি মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বলেন সন্দীপ রেড্ডি ভাঙা তাঁর এই ছবির চরিত্রটিকে জাস্টিফাই তো করেননি উল্টে সমাজবিরোধী একটি চরিত্রকে দেখিয়েছেন।
ভূমি পেডনেকর এদিন জানিয়েছেন যে দর্শক হিসেবে তিনি মোটেই এই ধরনের ছবি পছন্দ করেন না। বরং তিনি রোম্যান্টিক বা রোম্যান্টিক কমেডি ধরনের ছবি দেখতেই ভালোবাসেন। তিনি এটা অবশ্যই স্বীকার করেছেন যে একটি ছবিতে কী দেখাবে না দেখাবে সেটা পরিচালকের বিষয়, কিন্তু একই সঙ্গে এটাও দেখতে হবে যে সেটা দর্শকদের উপর কেমন কী প্রভাব ফেলছে। সমাজ ভালো এবং উন্নত করার দায় পরিচালক এবং দর্শক দুজনেরই।
প্রসঙ্গত অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বড় পর্দায়। তারপর এই ছবিটি একাধিক বিতর্ক উসকে দিয়েছে। তবুও সেসব কিছুকেই ছাপিয়ে গিয়েছে ছবিটির ব্যবসা। এখানে রণবীর কাপুর ছাড়াও আছেন ববি দেওল, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, তৃপ্তি দিমরি, প্রমুখ।