বাংলা নিউজ > বায়োস্কোপ > Bharat-Jayasree: ‘বেঁচে থাকার লড়াই’, আক্রান্ত ক্যানসারে, রয়েছে ছোট মেয়ে, বউ জয়শ্রীকে কী লিখলেন ভরত কল
পরবর্তী খবর
Bharat-Jayasree: ‘বেঁচে থাকার লড়াই’, আক্রান্ত ক্যানসারে, রয়েছে ছোট মেয়ে, বউ জয়শ্রীকে কী লিখলেন ভরত কল
1 মিনিটে পড়ুন Updated: 10 Jan 2024, 11:02 AM ISTTulika Samadder
৯ জানুয়ারি ছিল জয়শ্রীর জন্মদিন। আর বউ জয়শ্রীকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট এল ভরত কলের থেকে।
জয়শ্রীকে নিয়ে লম্বা পোস্ট ভরতের সোশ্যাল মিডিয়ায়।
স্টার জলসার রিয়েলিটি শো ইস্মার্ট জোড়ি-তে অংশ নিয়েছিলেন ভরত কল আর জয়শ্রী মুখোপাধ্যায়। সেখানে এসে নিজের ক্যানসার আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন এই জুটি। ফের একবার সোশ্যাল মিডিয়ায় ‘অসুস্থতা’ নিয়ে পোস্ট অভিনেতার। ভালো আছেন তো ভরত কল? চিন্তায় আনুরাগীরা।
৯ জানুয়ারি ছিল জয়শ্রীর জন্মদিন। আর বউকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট এল ভরতের থেকে। দুজনের একসঙ্গে কাটানো একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করে ভরত লিখেছেন, ‘শুভ জন্মদিন জয়শ্রী। সব সময় খুশি থেক ও ভালো থেক। তুমিই আমার সব শক্তির স্তম্ভ। তোমাকে জীবনে পাওয়া আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। অনেক ভালবাসা নিও। কোনওদিন পাল্টে যেও না। আজ এবং আগামীতেও আমরা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাব এভাবেই। আমার জীবনের অংশ হওয়ার জন্য তোমাকে অনেক-অনেক ধন্যবাদ।’
২০১৫ সালের জুলাই মাসে বাগদান করেছিলেন জয়শ্রী আর ভরত। এরপর সেই বছরের ১৬ সেপ্টেম্বর আইনি বিয়ে করে নেন তাঁরা। এরপর সামাজিক বিয়ে হয় ২৬ সেপ্টেম্বর। আপাতত দুজনের মধ্যমণি ফুটফুটে কন্যা সন্তান আইরা। ভরতের সোশ্যাল পোস্টেও রয়েছে মেয়ের একাধিক ছবি।
এর আগে ইস্মার্ট জোড়ি-তে এসে ভরতক বলতে শোনা গিয়েছিল, ‘আমার জয়শ্রীকে নিয়ে ভয় নেই। জানি ও ফাইটার। তবে আমার চিন্তা হয় আরিয়াকে নিয়ে। ওকে সেটেল করে দিয়ে যেতে চাই। হয়তো নিজের চোখে সেটা দেখে যেতে পারব না। তবে সব যেন ঠিক থাকে তা নিশ্চিত করে যেতে চাই।’
ভরতকে বিয়ের আগে অভিনেত্রী অনুশ্রী দাসের স্বামী ছিলেন ভরত। মুম্বইতে একাধিক হিন্দি প্রোজেক্টে কাজ করেন। একসময় দীর্ঘদিন লিভ ইনে ছিলেন অভিনেত্রী সায়ন্তনী দাসের সঙ্গে। এরপর ২০১৫ সালে হঠাৎই সামনে এসেছিল জয়শ্রী আর ভরতের সম্পর্কের খবর।