টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, মিষ্টি সিং-এর পর এবার এবার শোনা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাসের বিয়ের গুঞ্জন। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে শ্রুতির প্রেমটা বহুদিন ধরেই জমিয়ে করছেন। তা বিয়েটা ঠিক কবে? সম্প্রতি সেবিষয়েই মুখ খুলেছেন শ্রুতি।
ছোটপর্দার 'রাঙা বউ' সম্প্রতি আজকাল ডট ইনকে জানিয়েছেন, বিয়ে করবেন ঠিকই, তবে এবছর নয়, আগামী বছর শীতে। তাঁর কথায়, তিনি সাজতে ভালোবাসেন, তাই গরমে সাজগোজ কঠিন, তাই বিয়েটা হবে শীতেই। কিন্তু এখন নয়, আপাতত এখনও বেশকিছুটা সময় দেরি আছে।
আরও পড়ুন-‘শাশুড়িরা কি শুধুই বউমাদের কষ্ট দেন?’ সাত শাশুড়ির সঙ্গে ছবি দিয়ে জবাব দেবলীনা কুমারের

শ্রুতি দাস-স্বর্ণেন্দু সমাদ্দার
বয়স তো মাত্র ২৭, এখনই বিয়ে করলে অভিনয় জীবনে ক্ষতি হবে না তো? এমন কথায়, শ্রুতি দাস জানান, তিনি সেটাও ভেবেছেন। তাই বিয়ে নিয়ে এখনই আনুষ্ঠানিক কিছু ঘোষণা করছেন না। প্রসঙ্গত, শ্রুতির সঙ্গে স্বর্ণেন্দুর বয়সের ফারাক প্রায় ১৪ বছরের। অভিনেত্রীর প্রথম ধারাবাহিক 'ত্রিনয়নী'র পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার।। পরিচালকই প্রথম শ্রুতিকে ভালোবাসার কথা জানান। তবে এর আগেও শ্রুতি একাধিকবার জানিয়েছেন তিনি স্বর্ণেন্দুকে শুধু প্রেমিক হিসাবে নয়, শিক্ষক, গাইড হিসাবেও পাশে পেয়েছেন।
যদিও শ্রুতি-স্বর্ণেন্দুর বয়সের ফারাক হওয়ার কারণে বহুবার ট্রোলের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। এমনকি অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর মাও নাকি এই সম্পর্ক প্রথমদিকে মেনে নেননি। এমনকি মেয়ের সঙ্গে কথাও নাকি বন্ধ করে দিয়েছিলেন। সচেতন করে বলেছিলেন, 'প্রেমে পড়ে যেও না'। তবে এক্ষেত্রে মায়ের কথা রাখতে পারেননি শ্রুতি। বছর ৪০-এর স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেমেই তিনি পড়েছেন। স্বর্ণেন্দু দা ধীরে ধীরে হয়ে গিয়েছেন শ্রুতির 'বাবি'। সে যাই হোক আপাতত এই জুটির প্রেমের সুখী পরিণয় দেখার অপেক্ষয় রয়েছেন অনুরাগীরা।