বাংলা নিউজ > বায়োস্কোপ > Jojo Live: ‘একটু দাও না ওই ঝাল ঝাল…'গান গাইতে গিয়ে চেয়ে খেলেন, ফেরিওয়ালাকে জোজো বললেন, ‘তোমার লজেন্সটা খুব ভালো’
পরবর্তী খবর
Jojo Live: ‘একটু দাও না ওই ঝাল ঝাল…'গান গাইতে গিয়ে চেয়ে খেলেন, ফেরিওয়ালাকে জোজো বললেন, ‘তোমার লজেন্সটা খুব ভালো’
1 মিনিটে পড়ুন Updated: 15 Nov 2024, 07:59 AM ISTRanita Goswami
তবে গায়িকা জোজো ঠিক কোন জায়গায় এই শো করতে গিয়েছিলেন, কবে গিয়েছিলেন সেবিষয়টি স্পষ্ট নয়…। তবে এটুকু বোঝা যাচ্ছে, তিনি কোনও খোলা মাঠে মঞ্চ বেঁধে শো চলছিল..
Ad
জোজো-র শো
‘জোজো’, এই নামটির সঙ্গে নিশ্চয় নতুুন করে আলাপ করাতে হবে না! সম্প্রতি বাংলা সারেগামাপা-এর দৌলতে বিচারক হিসাবে মাঝে মধ্যেই আলোচনায় উঠে আসছেন জোজো। তবে এবার সারেগামাপা নয়, ফেসবুকের পাতায় উঠে এসেছে শিল্পীর একটি শো চলাকালীন কিছু মুহূর্তের ভিডিয়ো। যেখানে বেশ মজাদারভাবে ধরা দিয়েছেন গায়িকা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটা খোলা মাঠে তৈরি স্টেজে উঠে শো করছিলেন মিস জোজো। সে সময় সেখানে ঘোরাফেরা করছিলেন বহু ফেরিওয়ালা। ভিডিয়োতে এমনই কোনও এক ফেরিওয়ালাকে দেখে জোজো মঞ্চ থেকেই প্রশ্ন করে বসেন, ‘ওটা কী চিপস নাকি! সাবুভাজা! আলুভাজা! ধ্য়াৎ ঠিক করে বলছে না।’ পরক্ষণেই আবার একজন লজেন্স ওয়ালাকে দেখে ডাকলেন 'এই লজেন্স…,' ফেরিওয়ালাকে বললেন, ‘একটু দাও না ঝাল ঝাল লজেন্সটা, ওই যে ঝাল ঝাল লজেন্স, আরেকটা ওই কমলালেবুর মতো, জিভে দিলে লাল লাল হয়ে যাবে।’ ফের জিগ্গেস করলেন, ‘কত দাম? বলো, ২০ টাকা? ১০ টাকা! দুটো ২০ নাকি ১০! এই জগন্নাথ ১০ টাকা দে..।’ ফের লজেন্স হাতে বললেন, ‘কত দিন পড়ে পেলাম… দাঁড়া লোভ সামলাতে পারছি না, এই এটা খোল তো, ঝালটা খোল…’। সহকর্মী মিউজিশিয়ানকে বললেন জোজো।