বাংলা নিউজ > বায়োস্কোপ > ৩ মাসেই বন্ধ? চলতি সপ্তাহেই শেষ শ্যুট দুগ্গামণি ও বাঘ মামার? জি বাংলায় মানালি আর রাধিকার সিরিয়াল নিয়ে কী খবর মিলল
পরবর্তী খবর
৩ মাসেই বন্ধ? চলতি সপ্তাহেই শেষ শ্যুট দুগ্গামণি ও বাঘ মামার? জি বাংলায় মানালি আর রাধিকার সিরিয়াল নিয়ে কী খবর মিলল
1 মিনিটে পড়ুন Updated: 14 May 2025, 08:07 AM ISTTulika Samadder
মানালি দে, রাহুল বসু, রাধিকা কর্মকারকে নিয়ে শুরু হলেও, টিআরপিতে সেভাবে ছাপ ফেলতে অক্ষম দুগ্গামণি ও বাঘ মামা। বারবার স্লট হারাচ্ছে অনুরাগেক ছোঁয়া ও রোশনাইয়ের কাছে। খবর, এবার নাকি বন্ধ হওয়ার পালা। সত্যিই কি তাই?
বন্ধ হচ্ছে দুগ্গামণি ও বাঘমামা?
টিআরপি কম থাকা মানেই ধারাবাহিক বন্ধের ঘণ্টি বেজে যাওয়া। অতীতে বারবর প্রমাণ হয়েছে এই কথা। এবার কি তবে, দুগ্গামণি ও বাঘ মামার সঙ্গেও ঘটতে চলেছে একই কাণ্ড?
ফেব্রুয়রি থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই মেগার। যেখানে দেখা গিয়েছিল দুগ্গামণি অর্থাৎ রাধিকার রয়েছে বিশেষ ক্ষমতা। সে সকলের মনের কথা পড়তে পারে। এদিকে সে হাজির হয় এক বাড়িতে। যেখানে এসে পেয়ে যায় মাতৃসম মাসি গায়েত্রীকে। এই গায়েত্রী আবার নিজের মেয়েকে হারিয়েছে একটা সময়। গয়েত্রীরর বরের চরিত্রে রাহুল বোস।
নানা জটিলতা তৈরি করা হলেও, টিআরপি আনা সম্ভব হয় না। এমনকী, মাসখানেক আগে গায়েত্রীর প্রক্তন স্বামী হিসেবে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে এনেও কোনো লাভের লাভ হয়নি। তাহলে কি শেষের পথে? টেলিপাড়ায় কানাঘুষো যে, চলতি সপ্তাহেই নাকি শেষ শ্যুট হয়ে যাবে সিরিয়ালের। আর চলতি মাসেই এটিকে শেষ করা হবে। তবে চ্যানেল বা কলাকুশীরা, কেউই এই নিয়ে মুখ খুলতে নারজ এখনও।
সঙ্গে আরও একটা খবর আসছে যে, শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে তা বাতিল করে চ্য়ানেল। কারণ টায়র চরিত্রটি আসায়, এক নতুন দিক নিয়েছে মেগা। তাই আরেকটু সুযোগ দিতে চায় আপাতত জি বাংলা মানালি-রাধিকা-সৌম্য-রাহুলদের।
আপাতত দুগ্গামণি ও বাঘ মামা সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট। বিপরীতে আছে অনুরাগের ছোঁয়া ও রোশনাই (প্রথম ১৫ মিনিট)। গত সপ্তাহের টিআরপি তালিকায় দেখা গিয়েছিল যে, দুগ্গামণির টিআরপি এসেছে মাত্র ২.৬। আর অনুরাগের ছোঁয়া+রোশনাই পেয়েছে ৪.৬। অর্থাৎ বিশাল ফারাক।
সঙ্গে একগুচ্ছ নতুন মেগাও আসার কথা রয়েছে জি-তে। যার মধ্যে রয়েছে রানী ভবানী, কুসুম-এর মতো ধারাবাহিক। তাই কিছু পুরনো প্রোজেক্ট বন্ধ করবে চ্যানেল। আর সেক্ষেত্রে টিআরপিই হবে ফোকাস। তুই যে আমার হিরো, মিত্তির বাড়ি, মিঠিঝোরা আর দুগ্গামণি টানা শুধু স্লট হারাচ্ছে না, টিআরপি তালিকাতেও একদম নীচের দিকে নেমে আসছে ক্রমশ। এখন দেখার শেষমেশ কার কপলটা পোড়ে।