দেব ও সৌমিতৃষা জুটির ছবি 'প্রধান' ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। অপরদিকে রবিঠাকুরের 'কাবুলিওয়ালা' এবার পর্দায় রঙিনভাবে পেয়ে বেজায় খুশি ছিলেন দর্শক। রিপোর্ট বলছে, মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে এই মুহূর্তে 'প্রধান'-এর ১৬৭টি শো চলছে। অপরদিকে মুক্তির ২য় সপ্তাহে কাবুলিওয়ালার ২০২টি শো চলছে।
প্রধান ও কাবুলিওয়ালা
একদিকে 'প্রধান', অপরদিকে ‘কাবুলিওয়ালা’, ক্রিসমাসে মুক্তি পেয়েছে দুটি ভিন্ন স্বাদের বাংলা ছবি। গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সুপারস্টার দেব এবং কিংবদন্তি মিঠুন চক্রবর্তীর এই দুটি ছবি। আর এরই মাঝে বড় সুখবর শোনালেন এই দুই ছবির নির্মাতারা।
আগামী ২৯ ডিসেম্বর গোটা দেশজুড়ে মুক্তি পেতে চলেছে 'প্রধান' ও 'কাবুলিওয়ালা'। আর এই খবরে খুশি বাংলা ছবির দর্শকরা। এবার চাইলে প্রবাসী বাঙালিরাও এই দুই বাংলা ছবি দেখে ফেলতে পারবেন।
প্রসঙ্গত, মুক্তির আগে থেকে দেব ও সৌমিতৃষা জুটির ছবি 'প্রধান' ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। অপরদিকে রবিঠাকুরের 'কাবুলিওয়ালা'কে এবার পর্দায় রঙিনভাবে পেয়ে বেজায় খুশি ছিলেন দর্শক। এদিকে টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট বলছে, মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে এই মুহূর্তে 'প্রধান'-এর ১৬৭টি শো চলছে। অপরদিকে মুক্তির ২য় সপ্তাহে কাবুলিওয়ালার ২০২টি শো চলছে।