Baishakhi-Sovan: ‘সোহাগে আদরে’ মাখামাখি হয়ে জন্মদিন পালন! শোভনের বাহুডোরে কেক কাটলেন বৈশাখী Updated: 26 Apr 2023, 05:55 PM IST Tulika Samadder এবারের জন্মদিনটা একটু মন খারাপ দিয়েই শুরু করেছিলেন বৈশাখী। জানিয়েছিলেন তাঁর মায়ের শরীর বিশেষ ভালো নেই। তবে বার্থ ডে গার্লের মন ভালো করে দেন মেয়ে মেহুল আর শোভন। জন্মদিনের ছবি শেয়ার করে নিলেন বৈশাখী। দেখুন-