বিয়ের মেহন্দি, মাথার ভেল, শাড়ির পাড় সব কিছুতেই এখন নিজের জীবনের নানা গুরুত্বপূর্ণ সব মুহূর্ত তুলে ধরতে দেখা গিয়েছে বলি-তারকাদের। আর এবার সেই পথেই হাঁটলে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।
সম্প্রতি রাজস্থানের উদয়পুরে তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী ভেঙ্কট সাই দত্তর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। এর মধ্যেই সিন্ধুর নতুন কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিগুলিতে দেখা গিয়েছে তিনি ব্যাডমিন্টন থিমের চার্ম যোগ করা লহেঙ্গা ও ব্যাডমিন্টন থিমের গয়নায় সেজে উঠেছিলেন।
তাঁর বিয়ের নানা লুকের মধ্যে অনেকের মতে এটাই সবচেয়ে আকর্ষণীয়। তাঁকে এই অভিনব ব্যাডমিন্টন থিমের লুকে সাজিয়ে তুলেছিল 'হাউস অফ মাসাবা'। ব্যাডমিন্টন তারকার এই লুকের ছবি মাসাবা গুপ্তার ব্র্যান্ডের পক্ষ থেকেই ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া হয়।
আরও পড়ুন: ‘তারে জমিন পার’-এর ইশানের মতো ডিসলেক্সিয়া ছিল ছেলের! স্ক্রিপ্ট শুনে যা করেছিলেন আমির
পিভি সিন্ধুকে সি ফোম গ্রিন টিস্যুর কাস্টম 'অম্বর বাগ' লেহেঙ্গায় দেখা যায়। ব্যাডমিন্টন তারকার এই সাজে ভেঙ্কট দত্তের সঙ্গে তাঁর প্রেমের গল্প এবং ব্যাডমিন্টনের প্রতি তাঁর যে অগাদ ভালোবাসা রয়েছে, তাই ফুটে উঠেছে। ব্যাডমিন্টন র্যাকেট, শাটলকর্ক, স্বর্ণপদক (টোকিও অলিম্পিকে সিন্ধুর ব্রোঞ্জ পদক এবং একটি রৌপ্য পদক, রিও অলিম্পিক) এবং কাগজের বিমান মতো একাধিক কাস্টমাইজ চার্ম দেওয়া টিস্যুর কাজ ওড়না।
লেহেঙ্গার স্কার্টে অনেক গাছ-সহ 'সেহরা' মোটিফ রয়েছে। সেটিও টিস্যু দিয়ে কাজ করা হয়েছে। সিন্ধুর কুর্তার ব্লাউজেও এমব্রয়ডারির মাধ্যমে নানা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: কে বলবে দুই ছেলের মা, ৪৪-এও টানটান মেদহীন শরীর করিনার! 'এখনও এই চেহারা…' পাগল ভক্তরা
পাশাপাশি তাঁর সোনার মাথা পাট্টির সঙ্গে থাকা কাস্টম পরান্ডাও নজর কেড়েছিল। পদকের থেকে বড় শাটলকর্ক-সহ আরও বিভিন্ন রকম চার্ম ছিল তাতে। তাছাড়া হাতের আংটিতেও ছিল চমক। এইসবের পাশাপাশি তিনি মুক্তোর ঝোলা কানের দুল, একটি অর্ধ-চন্দ্রাকৃতির নেকলেস একটি চেন এবং হাতে ফুল দিয়ে সেজে উঠেছিলেন। অন্যদিকে, তাঁর বর ভেঙ্কট দত্ত সাইও নজর কেড়েছিলেন কাস্টম 'অম্বর বাগ' কুর্তায়।