আজ ১১ অগস্ট, ২০২৩ ভারতীয় ছবির বক্স অফিসের জন্য দিনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই একই দিনে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। রয়েছে গদর-২, OMG-2, আবার রজনীকান্তের 'জেলর'। একই দিনে তিনটি ছবি মুক্তির কারণে বক্স অফিস কালেকশনটা বেশ ভালোই হবে বলে মনে করা হচ্ছে। ফিল্ম বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, প্রথম দিনেই সানি-আমিশার ছবি গদর-২৫-৩০ কোটি টাকা আয় করবে। সপ্তাহন্তে ছবিটি ১০০ কোটি টাকা আয় করতে পারে। মনে করা হচ্ছে তিনটি ছবি মিলিয়ে ১১ অগস্ট মোট ৭৫ কোটি টাকার আয় হবে।
২০১২-তে মুক্তি পাওয়া 'গদর' ছবির সিক্যুয়েল হল 'গদর-২'। অনিল শর্মা পরিচালিত, গদর ২ ইতিমধ্যেই মুক্তির আগেই ব্যবসা করতে শুরু করেছে৷ অগ্রিম বুকিং-এ ছবিটি প্রায় ৩ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছে। প্রদর্শক অক্ষয় রাঠি নিশ্চিত যে প্রথম দিনে ছবিটি ৩০ কোটি টাকারও বেশি আয় করবে। তাঁর কথায়, ‘অগ্রিম বুকিং দেখে মনে হচ্ছে, গদর ২-এর মুক্তির দিনই ৩০ কোটিরও বেশি আয় করবে। আশ করা হচ্ছে, কয়েক দশকের মধ্যে সানি দেওলের যে ছবিগুলি মুক্তি পেয়েছে, তারমধ্যে গদর-২ সবথেকে বেশি আয় করবে। আশা করছি ছবিটি দর্শকদের বিনোদন দিতে, মন ছুঁতে সফল হবে।’
আরও পড়ুন-Exclusive Rukmini Maitra: লোকে বলে ট্যালেন্টেড নই, অভিনয় পারি না, তবে আমি জানি আমি পরিশ্রমী: রুক্মিণী
আরও পড়ুন-Exclusive Raj Chakraborty: রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ