আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে সঞ্জয় দত্ত এবং টাইগার শ্রফ অভিনীত ‘বাগি ৪’। টিজার শুরু হতেই চারিদিকে যেন বয়ে গেল রক্তের বন্যা। প্রথম দর্শনেই অ্যানিমেলকে ১০ গোল দিল এই ছবিটি।
সোমবার অর্থাৎ ১১ আগস্ট দুপুর বেলা প্রকাশ্যে এল ‘বাগি ৪’ ছবির টিজার। রনির ভূমিকায় আবার ফিরে এলেন টাইগার। নজর কাটলেন খলনায়ক সঞ্জয় দত্ত। প্রযোজকরা আগেই জানিয়েছিলেন, এই ছবিটি ভীষণ হিংসাত্মক হতে চলেছে, যার প্রমাণ পাওয়া গেল টিজার শুরু হতেই।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
টিজার প্রসঙ্গে
টিজার শুরু হতেই টাইগারকে বলতে শোনা যায়, প্রয়োজনীয় আর প্রয়োজন দুটো এক জিনিস নয়। তারপরেই দেখা গেল সঞ্জয় দত্তের বিভীষিকা রূপ। সঞ্জয়কে দেখে এক লহমায় যেন মনে পড়ে গেল ‘অ্যানিমেল’ ছবির ববি দেওলের কথা। টিজার যত এগোয়ে ততই হিংসাত্মক দৃশ্য সামনে উঠে আসে।
তবে শুধু সঞ্জয় বা টাইগার নন, হলিউডের স্টাইলে অস্ত্র তুলে নিতে দেখা যায় ছবির নায়িকাদেরও। একদিকে সোনম বাজওয়া, অন্যদিকে হরনাজ সান্ধু তথাকথিত নায়িকাদের এমন হিংস্র দৃশ্য বোধহয় এর আগে দেখেনি হিন্দি ছবির দর্শকরা।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
সিনেমাটি ভালোবাসার পাশাপাশি রয়েছে প্রতিশোধের আগুন। দক্ষিণ ছবির স্টাইলে নায়িকাদের দেখা গিয়েছে অ্যাকশন মুডে। সব মিলিয়ে গোটা ছবিতে যে দর্শকদের বারবার চমকে উঠতে হবে তা বলাই বাহুল্য। শুধু টিজারেই যদি এমন চমক থাকে, তাহলে ট্রেলার আর সিনেমায় কি অবস্থা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
টিজার প্রকাশ্যে এনে সঞ্জয় দত্ত ক্যাপশনে লেখেন, ‘প্রত্যেক প্রেমিক একজন খলনায়ক হয়। এবার কোনও পালিয়ে যাওয়া নেই, কোনও ক্ষমা নেই, শুধুই রয়েছে প্রতিশোধের আগুন। সিনেমা মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর।’