বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: সহনাগরিকদের আনন্দ দিতে সিগন্যালে গান গাইছেন ১ অটোচালক! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
পরবর্তী খবর
Viral Video: সহনাগরিকদের আনন্দ দিতে সিগন্যালে গান গাইছেন ১ অটোচালক! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 01 Nov 2023, 07:02 PM ISTSubhasmita Kanji
Viral Video: অটো চালকের কাজকর্ম দেখে স্তম্ভিত সকলেই। কিন্তু তিনি কী করেছেন? কেনই বা চমকে গেছেন সকলেই?
সহনাগরিকদের আনন্দ দিতে সিগন্যালে গান গাইছেন ১ অটোচালক!
সোশ্যাল মিডিয়ায় যেমন মজার জিনিস শেয়ার করা হয়ে থাকে, তেমনই ভালো নানা খবরও আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে নজরে আসে। ঠিক তেমন ভাবেই মুম্বইয়ের এক অটো ড্রাইভার সবার নজর কেড়েছেন। কমেডিয়ান সময় রায়না মুম্বইয়ের এই অটো চালকের ভিডিয়ো পোস্ট করেছেন এক্সে। তাঁর পোস্ট করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে এই চালক আন্ধেরির ট্রাফিক সিগন্যালকে তাঁর ক্যারাওকে স্পট বানিয়ে ফেলেছেন। আর বলাই বাহুল্য তাঁর গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।
সময় রায়না এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'মনেই হল না যে আন্ধেরির সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম। কী দারুণ মানুষ উনি। শেষ পর্যন্ত ওঁর কাজ দেখুন।'
ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে সেই অটো চালক মাইক হাতে গান গাইছেন। তিনি গান শেষে ধন্যবাদ বলেন। তখন কমেডিয়ান তাঁর গান শুনে হাততালি দিয়ে ওঠেন। সেটা দেখে সেই অটো চালক বলেন, 'বিনোদন পেলেন তো?' উত্তরে সময় রায়না যখন বলেন, 'হ্যাঁ ভীষণ' তখন তিনি বলেন, 'এই সিগন্যালে দাঁড়িয়ে থেকে থেকে সবাই বোর হয়ে যায় তাই এটুকু চেষ্টা করলাম।' এই অটো চালক জানান তাঁর নাম সত্যবান।