'মহিলা প্রযোজকদের প্রতি দু্র্বলতা রয়েছে' , অকপট আড্ডায় অর্পিতা চট্টোপাধ্যায়
দিল্লি থেকে ফিরে একের পর এক বাংলা ছবি করে চলেছেন টলিউডের ফার্স্ট লেডি অর্পিতা চট্টোপাধ্যায়। যদিও একসঙ্গে এত ছবি করাটা ব্যক্তিগতভাবে পছন্দ নয় নায়িকার। ২২ তারিখ মুক্তি পেতে চলেছে অর্পিতা অভিনীত পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই। অভীক সরকারের ‘এবং ইনকুইজ়িশন’ নামে একটি বইয়ের তিনটি গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক রাজর্ষি দে। টলিপাড়ায় মহিলা প্রযোজকদের খামতি থেকে প্রযোজনায় ফেরত আসার সম্ভাবনা - কফির কাপে চমুক দিতে দিতে HT Bangla র সঙ্গে আড্ডা দিলেন অর্পিতা চট্টোপাধ্যায়|